Connect with us
ফুটবল

২০২৪ সালে বাংলাদেশ ফুটবলের যত ব্যস্ততা

Bangladesh Football
বাংলাদেশ ফুটবল। ছবি- সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা উল্টে এলো ২০২৪ সাল। নতুন বছরে বৈশ্বিক আসরে নতুন করে রাঙাতে চাইবে বাংলাদেশ ফুটবল৷ তবে রাঙানোর পথ মোটেও সহজ নয়। বছরজুড়ে বাংলাদেশ ফুটবলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ৷ পুরো বছর জুড়েই থাকবে ফুটবলীয় অঙ্গনে রাজ্যের ব্যস্ততা৷

জামাল-মোরসালিন-তারিক-তপু বর্মনদের ২০২৪ সালে মূল চ্যালেঞ্জ থাকবে বিশ্বকাপ বাছাইকে ঘিরে৷ বছর জুড়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য চারটি ম্যাচ খেলবে জামালরা। আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ এবং ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অবশ্য নারী ফুটবলের ব্যস্ততা আরো আগে থেকেই শুরু হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন বছর। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। একই মাসে, ১৯-২৮ ফেব্রুয়ারি সিনিয়র মহিলা ফুটবল দলের জন্য ফিফা উইন্ডো চলবে৷ এই উইন্ডোতে খেলার জন্য বাফুফে ইতোমধ্যে এশিয়ার দেশগুলোতে চিঠি চালাচালি করছে।

মার্চের প্রথম দিন থেকে শুরু হবে সাফ নারীদের আরেকটি টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ভেন্যু এখনও ঠিক হয়নি। আবার এপ্রিলের ১ থেকে ৯ তারিখ এবং ২৭ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে সিনিয়র নারী ফুটবলের আরেকটি ফিফা উইন্ডো। ফেব্রুয়ারি উইন্ডো শেষ হওয়ার পর বাফুফে এপ্রিল-মে উইন্ডো নিয়ে কাজ শুরু করবে।

অন্যদিকে ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল-তপুরা। আর ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

জুনের শেষ সপ্তাহে বা ১লা জুলাই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সূচি। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সাফ। ৮-১৬ই জুলাই রয়েছে নারী ফুটবলের আরেকটি ফিফা উইন্ডো।

১৮-২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। যদিও এই টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি। ২-১০ই সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ রয়েছে। তবে এই প্লে অফে জামাল-তারিকদের খেলতে হবে কিনা তা নির্ভর করবে ১১ই জুন লেবানন ম্যাচের পর। সেপ্টেম্বরে রয়েছে পুরুষদের আরও দু’টি জুনিয়র টুর্নামেন্ট। ২১-৩০শে সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই ও ১২-২২শে সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট রয়েছে।

অক্টোবরে রয়েছে এএফসির জুনিয়র আরেকটি টুর্নামেন্ট। ১৯-২৭ অক্টোবর এএফসি অ-১৭ টুর্নামেন্টে রয়েছে। ঐ মাসেই ৭-১৫ অক্টোবর শুরু হবে পুরুষ ফুটবলের ফিফা উইন্ডো। এরপর ২১-৩০ অক্টোবর রয়েছে নারী উইন্ডো। ঐ উইন্ডোতে সিনিয়র নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টটির সময়সূচি নির্ধারিত হয়েছে ২১ অক্টোবর-৩ নভেম্বর। ১১-১৯ নভেম্বর পুরুষ ও ২৫ নভেম্বর – ৪ ডিসেম্বর নারী ফুটবলের সর্বশেষ ফিফা উইন্ডো।

এক নজরে বাংলাদেশের ফুটবলে যত ব্যস্ততা-

সিনিয়র পুরুষ ফুটবল দলের সূচি-

বিশ্বকাপ বাছাই

মার্চ ২১ বাংলাদেশ বনাম ফিলিস্তিন

মার্চ ২৬ ফিলিস্তিন বনাম বাংলাদেশ

জুন ৬ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

জুন ১১ লেবানন বনাম বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ (সম্ভাব্য)

২-১০ সেপ্টেম্বর

ফিফা উইন্ডো

অক্টোবর ৭-১৫, নভেম্বর ১১-১৯

সিনিয়র নারী ফুটবল-

ফিফা উইন্ডো

১৯-২৮ ফেব্রুয়ারি ,১-৯ এপ্রিল ,২৭ মে-৪ জুন, ৮-১৬ জুলাই, ২৫ নভেম্বর, ৪ ডিসেম্বর

সিনিয়র সাফ

২১ অক্টোবর- ৩ ডিসেম্বর

জুনিয়র পুরুষ টুর্নামেন্ট-

সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপ- আগস্ট ১৮-২৮

সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ- ১২-২২ সেপ্টেম্বর

এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপ বাছাই- ১৯-২৭ অক্টোবর

জুনিয়র নারী টুর্নামেন্ট-

সাফ অ-১৯ টুর্নামেন্ট ঢাকা- ১-১১ ফেব্রুয়ারি

সাফ অ-১৬ টুর্নামেন্ট- ১-১১ মার্চ

সাফ ক্লাব চ্যাম্পিয়নশীপ সম্ভাব্য- জুন ২২-৫ জুলাই অথবা জুলাই ১-১৪

বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও বছরজুড়ে ব্যস্ততা থাকবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন আগামী বছরের সূচি প্রকাশ এখনো করেনি। সূচি প্রকাশ করলেই বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক ম্যাচের দিনক্ষণ জানা যাবে৷

এছাড়া, পুরোদমে চলবে ঘরোয়া ফুটবলের নানা প্রতিযোগিতা। বর্তমানে ২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চলমান। মে মাসের মধ্যে ঘরোয়া ফুটবলের চলতি আসর শেষ হবে। লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান চলতি মৌসুমের মাঝামাঝি পরবর্তী মৌসুমের সূচি প্রকাশ করবেন।

আরও পড়ুন: ২০২৪ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল