Connect with us
ক্রিকেট

বাংলাদেশ যুব ক্রিকেট দলের যত অর্জন

All the achievements of Bangladesh Youth Cricket Team
যুবারাই বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটীয় আঙিনায় সবচেয়ে বেশি সাফল্য ছুঁয়েছে যুব দলের ক্রিকেটাররা৷ সম্প্রতি আরব-আমিরাতে প্রথম বারের মতো এশিয়া কাপ জিতে সাফল্যের পাল্লা আরো ভারী হয়েছে। ১৯৯৭ সালে মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে হারায় বাংলাদেশ৷ দেশের ক্রিকেটের ইতিহাসে এটিই ছিল প্রথম কোনো শিরোপা৷

কুয়লালামপুর থেকে পচেফস্ট্রুম, এরপর আরো একটি শিরোপার ছোঁয়া পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ২৩ বছর৷ জাতীয় দল নয়, এবার ট্রফি ধরা দেয় অনূর্ধ্ব-১৯ দলের হাতে৷ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল৷ যা ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম বিশ্বকাপ৷

১৯৯৭ সালে আইসিসি ট্রফি হাতে আকরাম খান।

সাফল্য ছিনিয়ে আনার পাশাপাশি জাতীয় দলে খেলোয়াড় যোগানের রাস্তাও সচল রেখেছে যুব দল। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হওয়া যুব দলের একাধিক ক্রিকেটার জাতীয় দলের হয়ে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছে। পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ব্যাটার তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা নিয়মিত খেলছে জাতীয় দলের জার্সিতে। সর্বশেষ টেস্টে দলের জার্সিতে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শাহাদাত হোসেন দিপুর। এছাড়া, অভিষেক না হলেও, জাতীয় দলের আঙিনায় রয়েছে আরো বেশ কয়জন ক্রিকেটার।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররাও নিজেদের সক্ষমতার জানান দিয়েছে৷ আশিকুর রহমান শিবলী, জিসান আলম, আরিফুল ইসলাম, মারুফ মৃধার মতো উঠতি তারকারা এশিয়া কাপে নজর কেড়েছে৷ আগামী ১৯ জানুয়ারী দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নিজেদের শিরোপা জয়ের ক্ষুধা অব্যাহত রাখতে পারে দলটি৷

সর্বশেষ ২০২০ সালেও দক্ষিণ আফ্রিকা থেকেই চ্যাম্পিয়ন হয় আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল৷ তাই এবারও আকবর-তাওহিদ হৃদয়দের পথ ধরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা লুফে নিতে চাইবে দলটি।

বিশ্বকাপে বাংলাদেশ যুবদল-

১৯৯৮ সালে বাংলাদেশ প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করে৷ এটিও ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। ১৯৯৮ থেকে টানা চার আসরের প্রতিবারই বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে৷ ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ যুব দল৷

২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।

এরপর ২০১৬ সালে ঘরের মাঠে মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তদের যুব দলটি চ্যাম্পিয়ন হওয়ার মতোই লড়াই করে৷ কিন্তু সেমিফাইনালে শিমরন হেটম্যায়ারের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্টে তৃতীয় হয়ে বিদায় নেয়৷ সর্বশেষ ২০২০ সালে এসে ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য৷ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল৷

২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বিশ্বকাপে সর্বোচ্চ যারা-

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়৷ ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কুইন্টন ডি কক, বাবর আজমদের পিছনে ফেলে ৬০.৮৩ গড়ে ৩৬৫ রান করেন বিজয়।

এনামুল হক বিজয় এবং এনামুল হক জুনিয়র।

২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয় এনামুল হক জুনিয়র৷ ৮ ম্যাচে ৩.১৬ ইকোনমিতে ২২ উইকেট শিকার করেন তিনি৷ যা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে বিশ্বকাপের নির্দিষ্ট কোনো আসরে সর্বোচ্চ উইকেট৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর মিরাজ-ইমরুলদের কোম্পানি 

ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/টিএইচ/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট