Connect with us
ফুটবল

বায়ার্নের গোল বন্যার ম্যচে হ্যারি কেইনের হ্যাটট্রিক

Bayern
বায়ার্ন মিউনিখ। ছবি- সংগৃহীত

 

বুন্দেসলিগার ম্যাচগুলোতে প্রায়ই গোলবন্যা হতে দেখা যায়। তবে এবার মাত্র ৪০ মিনিটের মধ্যেই ৮ গোল দিয়ে এসভি ডার্মস্ট্যাডকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

শনিবার (২৮ অক্টোবর) বুন্দেসলিগার নবম রাউন্ডে এসভি ডার্মস্ট্যাডের মুখোমুখি হয় বায়ান মিউনিখ। বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনাতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই একজন কমে ১০ জনে পরিণত হয় বায়ার্ন। বিপক্ষ দলের প্লেয়ারকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জসুয়া কিমিখ। তবে ২১ ও ৪১ মিনিটের মাথায় আরও দুটি লাল কার্ডের সাক্ষী হয় এই ম্যাচ। সফরকারি ডার্মস্ট্যাডের দুই প্লেয়ার এই কার্ডগুলো পান। এরপর খেলা পরিণত হয় দশজন বনাম নয়জনে।

এত বড় জয়ের পরও প্রথমার্ধে ডার্মস্ট্যাডের রক্ষন ভেদ করতে পারেনি বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ৫১ তম মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন হ্যারি কেইন। কেইনের গোলের পর থেকে শুরু হয় বায়ার্ন তান্ডব। একের পর এক গোলে দিশেহারা হয়ে পড়ে বিপক্ষ দল। মাত্র ৪০ মিনিটের মধ্যেই ৮টি গোল যোগ করে তারা।

ম্যাচের ৬৯ তম মিনিটে মাঝ মাঠ থেকে শট মেরে একটি দুর্দান্ত গোল করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে বায়ার্ন। হ্যারি কেইনের হ্যাট্রিকের পাশাপাশি দুইটি করে গোল করেন জামাল মুসিয়ালা ও লেরয় সানে। এছাড়া জোড়া আ্যাসিস্ট ও একটি গোল করেন বদলি হিসেবে নামা থমাস মুলার।

এই জয়ে লেভারকুসেনকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। ৯ ম্যাচে ৭ জয়ে ২৩ পয়েন্ট বায়ার্নের। বায়ার্নের চেয়ে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে লেভারকুসেন।

আরও পড়ুন: ‘ভুল’ থেকে ভরাডুবি, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল