Connect with us
ক্রিকেট

আইপিএলে দুর্দান্ত ফর্ম, তবুও ভারতের বিশ্বকাপ দলে থাকবেন না যারা

crifo ipl
আইপিএলে দুর্দান্ত ফর্ম, তবুও ভারতের বিশ্বকাপ দলে থাকবেন না যারা

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৭তম আসর। ব্যাটে-বলে বেশ জমেও উঠেছে টুর্নামেন্ট। তবে আসরের মাঝেই উঁকি দিচ্ছে নানান শঙ্কা। কেননা এ বছরের জুনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের দল ঘোষণা হবে আইপিএলের মধ্যেই। যারা জান-প্রাণ দিয়ে খেলে ভালো করছেন তারা কি ভারতীয় বিশ্বকাপ দলে সুযোগ পাবেন? উত্তর- না। অনেকেই ভালো খেলেও থাকবেন না দলে।

বারবার বল সীমানা ছাড়া করতে বেশি পছন্দ করেন হায়দরাবাদের হয়ে খেলা অভিষেক শর্মা।

বারবার বল সীমানা ছাড়া করতে বেশি পছন্দ করেন হায়দরাবাদের হয়ে খেলা অভিষেক শর্মা।

আইপিএলের মাঝেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। ফলে বিভিন্ন মহল থেকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য ক্রিকেটারদের নাম। বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। মূলত দু’টি কারণে ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

বল হাতে দারুণ খেলছেন কলকাতার হর্ষিত রানা।

বল হাতে দারুণ খেলছেন কলকাতার হর্ষিত রানা।

এদিকে যারা আইপিএলে ভাল খেলছে তাদের বিশ্বকাপের দলে নেওয়ার দাবি উঠছে। তবে বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণেই ঝুঁকি নিতে নারাজ বোর্ড।

ফর্ম বিবেচনায় দেখা গেছে এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলছেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং প্রতিভা মায়াঙ্ক যাদবেরা। তবু বিশ্বকাপের দলে তাদের হয়তো নেওয়া হবে না। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র বলেছে, রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা সবাই ভাল খেলছে। তবে নির্বাচক কমিটি ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতা রাখতে চায়। আগে ওদের দ্বিপাক্ষিক সিরিজে খেলানো হবে। তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় নেওয়া হবে।

লখনৌ সুপার জায়ান্টের হয়ে আগুন ঝরানো বোলিং করছেন মায়াঙ্ক যাদব

লখনৌ সুপার জায়ান্টের হয়ে আগুন ঝরানো বোলিং করছেন মায়াঙ্ক যাদব

তবে এদের মধ্যে কোনও কোনও ক্রিকেটারকে বিশ্বকাপের নেট বোলার হিসাবে নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কেননা সিনিয়রদের সাথে থাকার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের কিছুটা অভিজ্ঞতা পাবেন তারা।

তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে সাদা বলের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ওই দু’টি সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। বিশ্বকাপের পর বিশ্রাম দেয়া হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারকে।

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা রিয়ান পরাগের খেলায় চমকে যাচ্ছে সবাই।

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা রিয়ান পরাগের খেলায় চমকে যাচ্ছে সবাই।

এদিকে উপরোক্ত চার ক্রিকেটার ছাড়াও বোর্ডের নজরে রয়েছেন হায়দরাবাদের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি। বোর্ডের সূত্রের দাবি, নীতীশ পেস বোলিং অলরাউন্ডার। গত বছর ভারতের এমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছে। ওকেও নজরে রাখা হচ্ছে। বিশ্বকাপে মূলত অভিজ্ঞদের পাঠানো হবে। আর যারা আইপিএলে ভালো করছে ওদের দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে পাকাপোক্ত করে তোলা হবে।

আরও পড়ুন: ফিফটি করেও স্ট্রাইকরেট নিয়ে সমালোচিত কোহলি

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট