Connect with us
ক্রিকেট

গল টেস্ট: ব্যর্থ বাবর-ইমাম, লড়ছেন সালমান-শাকিল

শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে লড়ছে পাকিস্তান। ২৪২ রানে প্রথম দিন শেষ করা লঙ্কানরা প্রথম ইনিংসে ৩১২ রান তুলেছে। জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করেছে বাবর আজমের দল। ব্যাট হাতে বেশি সুবিধা করতে পারেননি বাবর আজম ও ইমাম উল হক।

১০০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে হারের আশঙ্কায় পড়েছিল সফরকারী পাকিস্তান। সেখান থেকে দলকে উদ্ধার করে এগিয়ে নিচ্ছেন সাউদ শাকিল ও আগা সালমান। শাকিল ৬৯ ও সালমান ৬১ রানে অপরাজিত আছেন। ১২০ রানের ওই জুটি কাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

এর আগে ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি ১২২ ও এঞ্জেলো ম্যাথুসের ৬৪ রানে ভর করে মোটামুটি সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। পাকিস্তানের হয়ে বল হাতে শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ ৩টি করে উইকেট নেন। বাকি একটি উইকেট লাভ করেন আগা সালমান।

পাকিস্তানের ইনিংসের টপঅর্ডারের কেউই ভালো করতে পারেননি। ইমাম উল হক ১ রানে ফেরেন। আব্দুল্লাহ শফিক করেন ১৯, বাবর আজম ১৩ এবং সরফরাজ ফিরে যান ১৭ রানে। সালমান-শাকিল ছাড়া উল্লেখযোগ্য রান করেন শান মাসুদ ৩৯।

স্বাগতিকদের হয়ে বল হাতে প্রবাথ জয়সুরিয়া ৩টি এবং কাসুন রাজিথা ও রমেশ মেন্ডিস একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: এ জয় সামনে ভালো ফলাফলের প্রেরণা: সাকিব

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট