Connect with us
ক্রিকেট

পুরোদস্তুর ছাত্র বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি- গুগল

কিছুদিন আগে জানা গিয়েছিল আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। এবার পুরোদস্তুর ছাত্র হয়ে তাদের বই পড়তে দেখা গেলো।

তারা পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। হার্ভার্ডের বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন এ দুই পাক ক্রিকেটার।

জানা গেছে, ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করবেন দুজন। তবে ক্লাস শুরু করার আগেই ৩০ মে বাবর টুইটারে পড়াশোনার একটি ছবি শেয়ার করেছেন।

এরপর মুহূর্তেই ছবিটি ছড়িয়ে যায়, নেট দুনিয়ায়। বাবরের শেয়ার করা ছবিতে দেখা যায়, শোফায় শুয়ে পা ওপরে তুলে পড়ছেন বাবর আর নিচে বসে পড়ায় মগ্ন রিজওয়ান। ছবিতে একটি হাসির ইমোজি দিয়ে বাবর লেখেন ‌‘এ কী হয়ে গেল!’

এর আগে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশীদ লতিফ টুইট করে বাবর-রিজওয়ানের নতুন শিক্ষাজীবন শুরুর বিষয়টি জানিয়েছিলেন।

আরও পড়ুন: ১০ জুন পর্দা উঠছে ইমার্জিং এশিয়া কাপের, টাইগ্রেস স্কোয়াডে আছেন যারা

ক্রিফোস্পোর্টস/৩১মে২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট