Connect with us
ফুটবল

রদ্রিগোর ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগের চার বড় ক্লাব

Four major Premier League clubs are keeping an eye on Rodrigo
রদ্রিগো। ছবি- সংগৃহীত

বর্তমানে রিয়াল মাদ্রিদ দলে যে ক’জন তরুণ সম্ভাবনীয় ফুটবলার রয়েছে তার মধ্যে ব্রাজিলের রদ্রিগো অন্যতম। এই তরুণ ইতোমধ্যে শুভ্র সাদা জার্সিতে নিজের জাতও চিনিয়েছে। গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমেই এমবাপ্পে ও ব্রাজিলের বিস্ময় বালক এন্ড্রিকের লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগে যোগ দেয়ার কথা রয়েছে।

এন্ড্রিক ও কিলিয়ান এমবাপ্পের রিয়ালে যোগদান বাস্তবতার মুখ দেখলে এক্ষেত্রে কপাল পুড়তে পারে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর। সেক্ষেত্রে নিয়মিত একাদশে সুযোগের অভাবে হয়তো অন্যত্র পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছে, এই সুযোগটিই কাজে লাগানোর অপেক্ষায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের চার জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনাল।

যদিও স্প্যানিশ জায়ান্টরা এই তরুণ ফরোয়ার্ডকে হাত ছাড়া করতে মোটেই আগ্রহী নয়। কিন্তু তার জন্য কোন ক্লাব যদি ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠায় তাহলে বিষয়টি ভেবে দেখতে পারে লস ব্লাঙ্কোসরা। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য, ২৩ বছর বয়সী এই তরুণ আক্রমণ ভাগের প্রায় সব পজিশনে খেলতেই পারদর্শী। রিয়াল মাদ্রিদে রদ্রিগো তার প্রমাণও রেখেছেন।

কিন্তু তিন মাস আগেই রিয়ালের হয়ে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা রদ্রিগোর ক্লাব ছেড়ে দেয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় অবশ্যই ক্লাব ফুটবলে নিয়মিত একাদশে খেলে নিজের অবস্থান ধরে রাখতে চাইবেন। কিন্তু রিয়ালের মত তারকা বহুল দলে সেটা আরও কঠিন হয়ে উঠতে পারে তরুণ তুর্কির জন্য। রদ্রিগোর কপালে তাই শেষ পর্যন্ত কি আছে তা দেখার জন্য আগামী মৌসুমের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: ২০২৪ সালে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ভোরে, কেমন হবে একাদশ 

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল