Connect with us
ক্রিকেট

হাঁটুর ব্যথা নিয়েই খেলবেন ফিজ?

দলের অন্যতম পেসার এবাদত ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। এবার শঙ্কা মুস্তাফিজকে নিয়েও! টাইগারদের অনুশীলনে হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। হাইব্রিড পদ্ধতিতে আসর হওয়ায় শ্রীলঙ্কা টু পাকিস্তান ভ্রমণের মধ্যে থাকতে হবে সাকিব-মিরাজদের।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। যে ম্যাচে একাদশে নাও থাকতে পারেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মুস্তাফিজ। যে কারণে তাকে খেলতে নাও দেখা যেতে পারে।

মুস্তাফিজ একাদশে না থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। দলের আরেক অন্যতম পেসার এবাদত ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন আগেই।

ইনজুরির কারণে এশিয়া কাপের দলে নেই তামিম ইকবাল। অসুস্থতার কারণে দলে থাকলেও শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন দাস। তার জায়গায় এনামুল হক বিজয়কে উড়িয়ে নেওয়া হয়েছে।

এদিকে, সম্ভাব্য নাঈম-তামিমের নতুন ওপেনিংয়ের বদলে উইকেট কিপার বিজয়কেও দেখার সম্ভাবনা রয়েছে একাদশে এমন আভাস গতকাল সংবাদ সম্মেলনেও দিয়েছেন নয়া কাপ্তান সাকিব আল হাসান।

আরও পড়ুন : মেসি না হাসলে হাসে না মায়ামি

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৩/এমএইচ

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট