Connect with us
ফুটবল

লিওনেল মেসি না হাসলে হাসে না ইন্টার মায়ামি

মায়ামির ড্র
মেসির থামার ম্যাচে জয়ও পায়নি ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে আজ গোলশূন্য ড্র করেছে মায়ামি। ছবি-সংগৃহীত

অবশেষে যেন একটু বিরতি দিলেন লিওনেল মেসি। মায়ামিতে যোগ দেয়ার পরে এই প্রথম কোনো ম্যাচে গোলে সহায়তা বা জালে বল পাঠাতে পারেনি এই আর্জেন্টাইন রাজপুত্র। আর তাতেই জয়হীন থাকতে হলো ইন্টার মায়ামিকে।

মেসি ইন্টার মায়ামির জার্সি পরার আগে টানা ছয় ম্যাচে জয়হীন ছিল তার দল। আজুলের বিপক্ষে অভিষেক দিয়ে মেসি ইন্টার মায়ামিকে জয়ে ফেরান। এরপর মেসির নৈপুণ্যে টানা নয় ম্যাচে জয় পেয়েছে মায়ামির দলটি।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনি প্রথম গোল শূন্য সমতা দেখলেন। এই ন্যাশভিলকে হারিয়েই লিগস কাপ জেতা মায়ামি ঘড়ের মাঠে তাদের সাথেই গোলশূন্য ড্র করেছে।

মেসির মায়ামিতে যোগ দেওয়ার পর শেষ মুহূর্তে দলকে বেশ ক’ ম্যাচে জিতিয়েছেন। দারুণ দারুণ কামব্যাক দেখিয়েছে তার দল। টাইব্রেকার ভাগ্যে মেসির দল জয় পেয়েছে তিন ম্যাচে।

তবে আজ ঘটতে যাচ্ছিল ভিন্ন ঘটনা। শেষ বাঁশির ঠিক আগে পেনাল্টিতে গোল দিয়ে নাশভিল জয়ের সুযোগ তৈরি করেছিল। মেসি যুক্তরাষ্ট্রের লিগে যোগ দেওয়ার পর প্রথমবার হারের স্বাদ পেতে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্য ভালো ইন্টার মায়ামির। কারণ ভিএআর চেক করে বাতিল করা হয় পেনাল্টি।

মেসির নাশভিলের বিপক্ষে ম্যাচেও খেলেছেন পূর্ণ সময়। ইন্টারে যোগ দেওয়ার পর টানা খেলছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন। সেজন্য তাকে মেজর লিগের ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন কোচ টাটা মার্টিনো। কিন্তু মেসি এদিনও পাননি বিশ্রাম।

ইন্টার মায়ামিতে এই প্রথম কোনো ম্যাচে গোল বা গোলে সহায়তা করতে পারেননি লিওনেল মেসি। যার ফলে দলও দেখতে পেলো না আলোর মুখ। ঘড়ের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।

আরও পড়ুন : এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানালো ক্রিকইনফো

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল