Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ক্রিকেটার

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ক্রিকেটার
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

মেহেদি হাসান কাওছার

শুরু হয়ে গেছে ক্রিকেটের সব থেকে বড় মহারণ ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি। বিশ্বকাপের সব ইতিহাস, অর্জন, রেকর্ড জানতেও মরিয়া থাকেন সবাই। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ব্যাটারকে নিয়েই আজকের আয়োজন। 

১৯৭৫ সালে সর্বপ্রথম বিশ্বকাপ আয়োজিত হয় ইংল্যান্ডে। ৬টি টেস্ট খেলুড়ে দেশ- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজসহ আইসিসির সহযোগী দেশ- শ্রীলঙ্কা ও পূর্ব আফ্রিকা মোট ৮ দেশকে নিয়ে আয়োজিত হয় আসরটি। এরপর হয়ে গেছে আরও ১১টি আসর। এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর।

এক.
এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নাম শচীন টেন্ডুলকার। তাকে অনেকে ক্রিকেট ইশ্বর নামেও ডাকে। শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। পাঁচটি বিশ্বকাপে তিনি মোট ৪৪টি ইনিংস খেলেন। যেখানে তার সংগ্রহ ৫৬.৯৫ গড়ে ২ হাজার ২৭৮ রান। বিশ্বকাপে তিনি মোট চার মেরেছেন ২৪১টি আর ছয় হাঁকিয়েছেন ২৭টি। বিশ্ব আসরে তার অর্ধশতকের সংখ্যা ১৫টি, শতক করেছেন ৬টি।

দুই.
রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন দুবার বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং। ৪২ ইনিংসে ৪৫.৮৭ গড়ে করেছেন করেছেন ১৭৪৩ রান। মোট চারের সংখ্যা ১৪৫ আর ছয়ের সংখ্যা ৩১টি। বিশ্বকাপে পাঁচটি শতকের রেকর্ড রয়েছে তার। হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ মিস করলেও বিশ্বকাপে তার এই রেকর্ড টপকানো অন্য যেকোনো ব্যাটারের জন্য স্বপ্ন। তার হাত ধরেই ২০০৩ ও ২০০৭ সালে টানা দুটি বিশ্বকাপ জেতে টিম অস্ট্রেলিয়া।

কুমার সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা

তিন.
সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে সাঙ্গাকারা খেলেছেন মোট ৩৫টি ইনিংস। ৪টি শতক ও ১৫ টি অর্ধশতকসহ তার মোট রান ১ হাজার ৫৩২। বিশ্বকাপে তার গড় যে কারো জন্যই ঈর্ষা করার মতো। ৫৬.৭৪ গড়ে করা তার দেড় হাজার রানে আছে ১৪৭টি চার আর ১৪টি ছয়। তিনি রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে।

চার.
তালিকায় চতুর্থ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রান করার রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা বিশ্বকাপে ৩৩টি ইনিংস খেলে করেছেন ১হাজার ২২৫ রান। তার গড় ৪২.২৪, শতক করেছেন ২টি।

এ বি ডি ভিলিয়ার্স

এ বি ডি ভিলিয়ার্স

পাঁচ.
মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। মাঠের চতুর্দিকে শট খেলায় সমানভাবে পারদর্শী ছিলেন তিনি।শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, তার নান্দনিক ব্যাটিংয়ের ভক্ত সারা বিশ্বের ক্রিকেট ফ্যান। বিশ্বকাপে মোট ২২টি ম্যাচ খেলেছেন তিনি। এতে রয়েছে ৪টি শতোর্ধ ইনিংস। প্রায় ৬৪ গড়ে করেছেন ১২০৭ রান।

আরও পড়ুন: আফগানিস্তানের কাছে এশিয়ান গেমসের ফাইনাল স্বপ্নভঙ্গ পাকিস্তানের

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট