Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের কাছে এশিয়ান গেমসের ফাইনাল স্বপ্নভঙ্গ পাকিস্তানের

এশিয়ান গেমসে ফাইনাল শেষ পাকিস্তানের

পাকিস্তানের দেওয়া ১১৫ রান তাড়া করে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে আফগানিস্তান। স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে তারা।

আজ বেলা ১২টায় চীনের হ্যাংজু পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটিতে পাকিস্তানের মুখোমুখি হয় আফগানিস্তান। শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। সপ্তম ওভারে ৪৯ রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। এরপরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট পড়তেই থাকে। শেষ পর্যন্ত ১৮ ওভার খেলে ১১৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ফরিদ আহমেদ মালিক এবং দুইটি করে উইকেট নেন জহির খান ও কায়েস আহমেদ।

১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ৩৫ রানের মাথায় প্রথম উইকেট হারালে পরপর আরো দুইটি উইকেটের পতন ঘটে। এরপর আবার ঘুরে দাঁড়াতে শুরু করে আফগানরা। ৭১ রানের মাথায় তাদের চতুর্থ উইকেট পড়ে। এরপর আরো দুইটি উইকেট তুলে নিয়ে কিছুটা ম্যাচে ফিরে আসে পাকিস্তান।

কিন্তু গুলাবদ্দিন নাঈব আমির জামালের ১৮তম ওভারে ২৩ সাল তুলে নিয়ে ১৩ বল হাতে রেখেই আফগানিস্তানের জয় নিশ্চিত করেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নূর আলী জাদরান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট তুলে নেন আরাফাত মিনহাছ ও ওসমান কাদির।

শনিবার স্বর্ণজয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা ১২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/বিটি/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট