Connect with us
ক্রিকেট

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতল বাবা-ছেলে

মিচেল মার্শ ও তার বাবা জিওফ মার্শ। ছবি: গুগল

একই পরিবারের দুই সদস্য জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন এটা খুব স্বাভাবিক ঘটনা। তবে তারা দুজনেই দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমন ঘটনা এই প্রথমবার দেখল ক্রিকেট বিশ্ব। বলছি সদ্য বিশ্বকাপ জয়ী অজি ক্রিকেটার মিচেল মার্শ ও তার বাবা জিওফ মার্শের কথা।

মিচের মার্শ বর্তমান অস্ট্রেলিয়া দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার বাবা জিওফ মার্শও এক সময় অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ১৯৮৭ সালে দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন। তার ছেলে মিচেল মার্শ জিতলেন ২০২৩এ। তবে কাকতালীয় ব্যপার হলো বাবা-ছেলে উভয়েই ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

১৯৮৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল জিওফ। ৩৬ বছর পর তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উদযাপন করলেন।

২০২১ সালেই বাবা-ছেলের বিশ্বকাপ জয়ের কীর্তিত নিজেদের করে নিয়েছিলেন দুই মার্শ। তবে সেটি ছিল টি-২০ বিশ্বকাপ। এবার ওয়ানডে শিরোপা জিতে ইতিহাসের পাতাই নিজেদের নাম লেখালেন তারা।

উল্লেখ্য, সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জিওফ মার্শ জাতীয় দলের জার্সি গায়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন।

আরও পড়ুন: আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট