Connect with us
ক্রিকেট

সাকিবের নামে ‘মিথ্যা মামলা’, বলছেন মমিনুল

সাকিব ও মমিনুল হক। ছবি- সংগৃহীত

লম্বা সময় ধরে ক্রিকেটীয় ব্যস্ততায় দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে জাতীয় দলের সঙ্গে খেলছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এদিকে সম্প্রতি দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিরব ভূমিকা পালন করে বেশ সমালোচিতও হয়েছেন সাবেক সরকারের এই সংসদ সদস্য। এরই মাঝে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি করা হয়েছে এই তারকা অলরাউন্ডারকে।

গত ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় দায়ের করা হয় সেই রুবেল হত্যা মামলার ১৫৬ জন আসামির মধ্যে ২৮ নম্বর এজাহারে নাম রয়েছে সাকিবের। এবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় শেষে সাকিবের বিরুদ্ধে এই মামলাকে মিথ্যা মামলা বলেছেন তার জাতীয় দলের সতীর্থ মমিনুল হক। তিনি চান নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবেন।

গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে লম্বা সময় ধরে ক্রিকেটের ব্যস্ততায় দেশের বাইরে রয়েছেন সাকিব, এই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

মমিনুল আরও বলেন, ‘যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে।ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর করা নিজের আরেকটি পোস্টেও সাকিবকে সমর্থন জানিয়ে মমিনুল লিখেছেন, ‘সাকিব ভাই সবসময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইর স্পেলও ছিলো সমান কার্যকরী। আপনার সার্ভিস আরো লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সবসময়ই পাশে আছি সবাই।’

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি টেস্ট জয় উৎসর্গ বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট