Connect with us
ক্রিকেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি টেস্ট জয় উৎসর্গ বাংলাদেশের

Bangladesh vs Pakistan test match
বাংলাদেশ বনাম পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্ট। ছবি - সংগৃহীত

আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। সেই আন্দোলনে সারাদেশে শত শত ছাত্র-জনতা নিহত হয় যার রেশ এখনো কাএিয়ে উঠতে পারেনি গোটা দেশ। এর মধ্যেই পাকিস্তানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা।

১০ উইকেটের এই জয়কে এবার আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করলো জাতীয় ক্রিকেট দল। আজ রবিবার (২৫ আগস্ট) ম্যাচ শেষে এমনটাই ঘোষণা দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সকলের উদ্দেশ্যে আমাদের এই জয় উৎসর্গ করছি। নিহতদের জন্য অনেক দোয়া রইল।’

ম্যাচে টস হেরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে সবকটি উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষ ভাগে এসে বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হয় ৫৬৫ রানে। মুশফিক, মিরাজ ও সাদমানের ব্যাটিং দৃঢ়তায় ১১৭ রানের বড় লিড নেয় সফরকারীরা। চতুর্থ দিনের শেষ সময়ে মাত্র ১ উইকেট হারায় শান মাসুদের দল।

তখন পর্যন্ত দেখে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই আগাচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু শেষ দিনে এসেই পাশার দান পুরোপুরি উল্টে যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। নিয়মিত বিরতিতে সাকিব-মিরাজের ঘূর্ণিতে উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান।

শেষ দিন চা বিরতির আগে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। পাকিস্তানকে প্রথম টেস্ট ম্যাচ হারানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সাদমান ইসলাম ৯ রানে ও জাকির হাসান ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

১৯১ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে ম্যাচসেরা হন মুশফিক আর সেরা বোলার হয়েছেন মিরাজ। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ হাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ ৭০৬ উইকেটের মালিক হয়েছেন সাকিব আল হাসান।

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট