Connect with us
ফুটবল

ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনা দলে ফিরলেন ডিবালা-ডি মারিয়া

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখার জন্য মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। আগামী ২২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। এর আগে ঘরের মাঠে মুখোমুখি হবে উরুগুয়ের। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের আগে ২৮ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল দল।

ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উন্মাদনার কোন কমতি নেই। এর আগে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ কোপা আমেরিকার ফাইনালে। সেই ম্যাচে সেলেসাওদের বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৮ বছর পর শিরোপার মুখ দেখেছিল আলবিসেলেস্তারা।

এদিকে দুর্দান্ত সময় পার করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি তারা। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পড়বে পড়বে নিজেদের চার ম্যাচ প্রথম ৪ ম্যাচ জিতে শেষ অবস্থান করছে দেশটি আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলে ২ জয় এবং ১ ড্রতে তালিকার তিনি আছে ব্রাজিল। তার আগে ১৭ নভেম্বর ঘরের মাঠে উরুগুয়েকে আতিথেয়তা দেবে স্কালোনির দল।

এবার আসন্ন ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের জন্য দলের প্রধান তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৮ সদস্যের দলে নতুন মুখ পাবলো মাফেও এবং ফ্রান্সিসকো ওরতেগা। পাবলোকে বেশ কিছুদিন যাবত নজরে রাখছিলেন কোচ স্কালোনি ও ওরতেগা খেলেছিল অনূর্ধ্ব-২০ ও ২৩ জাতীয় দলের হয়ে। জুয়ান ফয়েথ ও মার্কোস আকুনা ইনজুরিতে থাকায় দলে ডাকা হয়েছে তাদের।

এছাড়াও শেষ কিছু ম্যাচে সুযোগ পাওয়া তরুণ ফরওয়ার্ড আলেজান্দ্রো গার্নাচো জায়গা হারিয়েছেন দল থেকে। তবে শেষ তুই ম্যাচে ইঞ্জুরিতে থাকা আনহেল ডি মারিয়া ও পাউলো ডিবালা ফিরেছেন দলে।

আর্জেন্টিনা স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, ফ্রাঙ্কো আরমানি, এনজো ফার্নান্দেজ, জুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা লিয়েন্দ্রো পারেদেস।

গুইদো রদ্রিগেজ, অ্যাক্সেকুয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্রান্সিসকো ওরতেগা, জার্মান পাজেলা, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকাম্পোস।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল