Connect with us
ফুটবল

ডেম্বেলে-এমবাপ্পের জোড়া গোল, জিতে শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

পিএসজির গোল উদযাপন। ছবি- সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ বা লিগ ওয়ানের চলতি মৌসুম শেষ হতে এখনও বাকি আরও ৮ ম্যাচ। তবে এরই মাঝে শিরোপা জয় অনেকটাই সহজ করে ফেলেছে ফরাসি এই জায়ান্ট ক্লাব। আর ৫ ম্যাচ জিতলেই কোন হিসেব-নিকেশ ছাড়াই ঘরোয়া এই সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা আরও একবার উঁচিয়ে ধরবে পিএসজি।

গতকাল বুধবার লঁরিয়েন্টের মাঠে তাদের বিপক্ষে খেলতে নেমে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই। এদিন পিচির হয়ে জোড়া গোল করেছেন উসমান ডেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। লঁরিয়ের হয়ে একটি গোল শোধ দেন মোহামেদ বাম্বার।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন ডেম্বেলে। বক্সের মধ্যে থেকে আড়াআড়ি শটে দূরে পোস্টে দারুন লক্ষ্যভেদ করেন তিনি। এর তিন মিনিট বাদেই সতীর্থের বাড়ানো বল জালে জড়ান এমবাপ্পে।

ঘরের মাঠে লঁরিয়েন্ট একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফলতা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে নিজের জোড়া পূর্ণ করে ডেম্বেলে। ম্যাচের শেষ মিনিটে দুর্দান্ত আরো এক গোল করেন এমবাপ্পে। এর আগে ৭৩ তম মিনিটে লঁরিয়েন্টের হয়ে একটি গোল শোধ দিয়েছিলেন মোহাম্মদ বাম্বার।

এতে করে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। বর্তমানে লিগ ওয়ানে ৩০ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা মন্টেরির পয়েন্ট সমান ম্যাচে ৫৮। মন্টেরি যদি তাদের বাকি থাকা ৮ ম্যাচের সবকটিতেও জয় পায় তবুও আর মাত্র ৫ ম্যাচ জিতলেই শিরোপা উদযাপন করবে পিএসজি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল