Connect with us
ফুটবল

সিদ্ধান্ত পাল্টে আরও এক মৌসুম বার্সাতেই থাকছেন জাভি

জাভি হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

চলতি বছরের শুরুতেই ঘোষণা দিয়ে রেখেছিলেন মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়বেন কোচ জাভি হার্নান্দেজ। তবে এবার মৌসুমের মাঝপথে বদলাতে যাচ্ছেন নিজের সেই সিদ্ধান্ত। আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকছেন জাভি।

বিষয়টি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছেন খেলা জগতের প্রখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এছাড়া বিভিন্ন স্প্যানিশ সংবাদ মাধ্যমেও উঠে এসেছে এমন সংবাদ। যেখানে বলা হচ্ছে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাভি

জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে হারের পর মৌসুম শেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। পর থেকেই লাপোর্তা জাভির মন পাল্টানোর চেষ্টা করছিলেন। অবশেষে তাকে রাজি করাতে পেরেছেন। জানা গেছে, ক্লাবের চূড়ান্ত প্রস্তাবনায় সন্তুষ্ট জাভি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এমন সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে। উচ্ছ্বাস প্রকাশ করে জাভির থেকে যাওয়ার খবরটি জানান তিনি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বাড়ির বাইরে থাকা সাংবাদিকদের তিনি বলেন, ‘জাভি চালিয়ে যাবে এবং তা খুবই রোমাঞ্চিত। ক্লাবের বোর্ড এখানে সর্বসম্মত যে, তারই দায়িত্বে থাকা উচিত।’ 

বেশ কয়েকটি শর্তে সিদ্ধান্ত পাল্টেছেন জাভি। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কোচিং স্টাফে বিশেষ পরিবর্তন আনা হবে না বলে ক্লাবের পক্ষ থেকে জাভিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাব আর্থিক সঙ্কটে থাকার পরও আগামী মৌসুমের আগে শীর্ষ মানের ফুটবলার কিনবে তারা। নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি নিয়ে আগামী রোববার সংবাদমাধ্যমে কথা বলবেন জাভি। 

উল্লেখ্য, ২০২১ সালে চার বছরের জন্য বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। এরপর গত মৌসুমে কাতালানদের এনে দিয়েছিলেন লিগ শিরোপা। গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গিয়েছে বার্সেলোনা। লা লিগায় রিয়াল মাদ্রিদের তুলনায় জাভির দল ১১ পয়েন্টে পিছিয়ে আছে।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দল গঠন নিয়ে যা বললেন সুজন

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল