Connect with us
ফুটবল

টিকে থাকার মিশনে রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি

Croatia National Football Team
টিকে থাকার ম্যাচে রাতে ইতালির মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ছবি - সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশীপের শেষ ষোলো নিশ্চিত করতে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটি শক্তিশালী স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচেই আলবেনিয়াকে হারিয়ে জয়ের পথে ফেরে আজ্জুরিরা। ইউরোর শেষ ষোলো নিশ্চিত করতে আজ তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় বা ড্র করলেই চলবে তাদের।

কিন্তু ইতালিকে যদি ক্রোয়েশিয়া হারিয়ে দেয় তাহলে স্পেন-আলবেনিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকিয়ে থাকতে হবে ডোনারুমা-জর্জিনহোদের। সে ম্যাআে স্পেন জয় পেলে গ্রুপের তৃতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে পা দেবে আজ্জুরিরা। এমন পরিস্থিতিতে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। একে তো আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে লেফটব্যাক ফেদেরিকো ডি মারকোকে পাচ্ছেন না, তার উপর দলে গোল স্কোরার সংকট দেখা দিয়েছে।তাি এসব মাথায় রেখেই আজ দল সাজাতে হবে ইতালিয়ন বসকে।

আজ্জুরিদের মত ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার অবস্থাও তেমন সুবিধাজনক নয়। তারা স্পেনের কাছে হার দিয়ে আসর শুরু করেছিল। পরের ম্যাচে জয়ের কাছাকাছি থেকেও বলবেনিয়ার শেষ মুহুর্তের গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করতে আজ তাই জিততেই হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। অবশ্য ড্র করলেও তাদের সম্ভাবনা থাকবে তবে সেক্ষেত্রে স্পেনের কাছে আলবেনিয়াকে হারতে হবে। কিন্তু আলবেনিয়া ড্র করলে তখন ক্রোয়াটদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।

এমন অবস্থায় ক্রোয়াট কোচ জাৎকো দালিচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের মধ্যমণি লুকা মদরিচের ফর্মে না থাকা। তবে তাদের জন্য বড় অনুপ্রেরণা, গত আশি বছরে ইতালির কাছে হারের মুখ দেখেনি ক্রোয়েশিয়া। তার উপর দলে মদরিচ, কোভাচিচ, ব্রোজোভিচ, লিভাকোভিচদের মত তারকাদের নিয়ে শেষ ষোলোর স্বপ্ন ভালোভাবেই বুনছে ক্রোয়েশিয়া।

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল