Connect with us
ক্রিকেট

দল থেকে দুই মাসের ছুটি নেয়ার কারন জানালেন কামিন্স

Pat Cummins
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ছবি - সংগৃহীত

অনেক ক্রিকেটারকেই বড় কোনো সিরিজের আগে জাতীয় দল থেকে বিরতি নিতে দেখা যায়। এবার সেই পথেই হাঁটলেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্স। আগামী নভেম্বর মাসে ঘরের মাটিতে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন অজি কাপ্তান। এবার ফক্স স্পোর্টসকে তিনি জানালেন, তার ছুটি নেয়ার মূল কারন।

দল থেকে বিরতি নেয়ায় সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হবে না কামিন্সের। এমনকি গত জুলাইয়ে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ৬ ম্যাচ খেলে পরে নাম প্রত্যাহার করে নেন তিনি। সম্প্রতি ফক্স স্পোর্টসকে তিনি জানান, ‘বিরতি থেকে ফেরার পর শরীর অনেক সতেজ থাকে। তাই এখানে আফসোসের কিছু নেই।’

কামিন্স আরও বলেন, ‘বিরতির সময়টায় বোলিং করা থেকে আমি দূরে থাকবে। আমার মতে সাত আট সপ্তাহের বিরতিতে আমি শারীরিকভাবে আরও ফিট হয়প উঠবো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পর থেকে আমি টানা খেলার মধ্যে ছিলাম। এই বিরতি আমার কাজে আসবে। পরে যখন আবার খেলায় ফিরবো তখন ইনজুরি ঝুঁকি কমে আসবে বলে মনে করি।’

ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজ সবসময়ই বেশি গুরুত্ব পায়। সবশেষ অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজটিও খুব রোমাঞ্চের জন্ম দিয়েছিল। সেবার প্রথম ম্যাচে ভারতের ভরাডুবির পরও সিরিজটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বৈরথ নিয়েও কথা বলেন কামিন্স, ‘বর্ডার-গাভাস্কার ট্রফি এখনো আমার জেতা হয়নি। এমনকি আমাদের বর্তমান দলের অনেকেরই এই ট্রফি জেতা হয়নি এখনো। টেস্টে আমাদের এই গ্রুপটা কয়েক বছর ধরে খুব ভালো করছে। কিন্তু দেশের মাটিতে সব সিরিজ জেতার ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি সফল হতে পারিনি। ভারত দল হিসেবে দুর্দান্ত। আমরা তাদের বিপক্ষে অনেক বার খেলেছি, তাদের আমরা ভালোভাবে জানিও। আমরাও দল হিসেবে ভালো।’

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট