Connect with us
ক্রিকেট

বিশাল রান করেও প্রস্তুতি ম্যাচে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান

crifo Pakistan lost against newzealand
৯৭ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ছবি- ক্রিকইনফো

বিশ্বকাপের মূলপর্ব মাঠে গড়াবে আর দিন চারেক পরই। এর আগে শুরু হয়েছে ভারত বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। হায়দ্রাবাদে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খুব সহজেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

আগে ব্যাটিং করে প্রায় সাড়ে তিনশ রান করেছিল পাকিস্তান। কিন্তু সেই রানও খুব সহজে পার করে নিউজিল্যান্ড। ৩৪৬ রানের লক্ষ্য খুব সহজেই ৩৮ বল আর ৫ উইকেট হাতে রেখে তাড়া করে কিউইরা।

গতকাল তিনটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং পাকিস্তান-নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ দুটো অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বাবর আজম। দুই ওপেনার ব্যর্থ হলেও তৃতীয় উইকেটে বাবর ও রিজওয়ান এর ১১৪ রানের জুটিতে বড় লক্ষ্যের পথে এগিয়ে যায় পাকিস্তান। এই ম্যাচে একমাত্র সেঞ্চুরি তুলে নেয় রিজওয়ান। ৫০ ওভারে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৫।

৩৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই কনওয়েকে হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে রাচিন রবিন্দ্র এবং কেন উইলিয়াসনের গড়া ১৩৭ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে এগোতে থাকে তারা। চোট থেকে ফেরার ম্যাচে ৫০ বলে ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

কিউই ব্যাটসম্যানরা কোন সেঞ্চুরির দেখা না পেলেও ৭২ বলে ৯৭ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন রাচিন রবিন্দ্র। এছাড়া মিচেলের ৫৭ বলে ৫৯, চ্যাপমেন এর ৪১ বলে ৬৫, নিশাম এর ২১ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে খুব সহজেই জয় তুলে নেয় কিউইরা।

আরও পড়ুন: সাকিবের ইনজুরি আপডেট: জানা গেল নতুন তথ্য

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/বিটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট