Connect with us
ফুটবল

ম্যানচেস্টার ডার্বিতে পিছিয়ে পড়েও সিটির জয়

Manchester city won
ম্যানচেস্টার সিটির গোল উদযাপন। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বিতে শুরুতেই  পিছিয়ে পরেও ফোডেনের জোড়া গোলে ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। রবিবার (৩ মার্চ) সিটির ঘরের মাঠ সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রাত ১০ টায়।

এদিন ম্যাচের শুরুতেই ৮ মিনিটের মাথায় রাশফোর্ডের দুর্দান্ত গোলে লিড নেয় ইউনাইটেড। ম্যাচের ১৪ মিনিটে ফোডেনের শট ঠেকিয়ে সে যাত্রায় ইউনাইটেডকে রক্ষা করেন ওনানা। এরপর একের পর এক আক্রমন করেও গোলের দেখা পাচ্ছিলো না ম্যানচেস্টার সিটি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরেই ফোডেনের গোলে সমতায় ফেরে সিটি। ম্যাচের ৫৬ তম মিনিটে  রদ্রির বাড়ানো বল পেয়ে  বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় বারের মতো জালের দেখা পান ফোডেন। আলভারেজের থেকে পাওয়া বল বক্সের বাম পাশ থেকে বাম পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। 

শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ে হল্যান্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। ম্যাচের ৯১ তম মিনিটে রদ্রির এসিস্টে বাম পায়ের শটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন হল্যান্ড।

পুরো ম্যাচে একক আধিপত্য বিস্তার করে খেলে সিটি। পুরো ম্যাচের ৭৪ শতাংশ বল ছিলো সিটির দখলে। ম্যাচ জুড়ে সিটি গোল মুখে শট নেয় ২৭টি, যেখানে অন টার্গেট শট ছিলো ৮টি।এই জয়ে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের। 

আরও পড়ুন: আজ সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি, যেভাবে দেখবেন ম্যাচ

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/আরআর/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল