Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের ফেরার ম্যাচ জয়ে রাঙালো চেন্নাই

IPL_Chennai Super Kings vs Kolkata Knight Riders
কলকাতাকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের হয়ে গত ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই৷ ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে গতকালই চেন্নাইয়ের বিমান ধরেছেন মুস্তাফিজ। ফিরেই আজ চেন্নাইয়ের জয়ে বিশাল অবদান রাখলেন দ্যা ফিজ৷

সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে তুষার দেশপান্ডে কলকাতা ওপেনার ফিল সল্টের (০) উইকেট তুলে নিয়ে দেন খরচ করেন মাত্র এক রান৷

দ্বিতীয় ওভারেই মুস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওই ওভারে মুস্তফিজ তিনটি ডট, একটি বাউন্ডারিসহ দেন মোটে ৬ রান। পাওয়ার প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভারে আবারও বোলিং পান মুস্তাফিজ। এবার প্রথম বলেই বাউন্ডারি হজম করলেও চারটি ডটসহ মাত্র ৬ রান খরচ করেন। প্রথম দুই ওভারে কাটার মাস্টারের খরচ মাত্র ১২।

মাঝের ওভারগুলোতে রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং করে কলকাতাকে আটকে দেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। জাদেজা আউট করেন অংকৃষ রাঘুবানসি (১৮ বলে ২৪), সুনিল নারিন (২০ বলে ২৭) আর ভেঙ্কটেশ আয়ারকে (৩)। ৮৫ রানে ৫ উইকেট হারায় কলকাতা।

CSK

৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। ছবি- সংগৃহীত  

১৮তম ওভারে মুস্তাফিজ বল হাতে নিয়েই পড়েন আন্দ্রে রাসেলের সামনে। তবে আন্দ্রে রাসেলকে রুখে দেন মুস্তাফিজ। চারটি ডট দেন। চতুর্থ বলেই ক্যাচই দিয়েছিলেন রাসেল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি। ইনিংসের শেষ ওভারে এসে স্বরূপে ফিরলেন মুস্তাফিজ। একে একে উইকেট তুললেন পিচে আঁকড়ে থাকা কলকাতা অধিনায়ক শেয়ার্স আয়ার ও মিচেল স্টার্কের৷ ফলে মাত্র ১৩৭ রানে থেমে যায় কেকেআরের ইনিংস৷

জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই৷ শুরুতে চেন্নাইয়ের ওপেনার রাচিন রবীন্দ্র ৮ বলে ১২ রান করে আউট হলেও অপরপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক গায়কোয়াড়। ড্যারিল মিচেলের সাথে ৫৫ বলে ৭০ ও শেষদিকে শিবম দুবেকে নিয়ে ২৬ বলে ৩৮ রানের মহামূল্যবান দুটি জুটি গড়েন রুতুরাজ গায়কোয়াড়৷ চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে৷ ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি৷ মিচেলের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান।

শেষদিকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ১৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিনব অরোরা নেন ২ উইকেট। সুনিল নারিন নেন ১ উইকেট৷

আরও পড়ুন: ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট