Connect with us
ক্রিকেট

ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ

After returning from Dhaka, Mustafiz grabbed the purple cap
আবারো পার্পল ক্যাপের মালিক মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

গতকালই ঢাকা থেকে চেন্নাইয়ের বিমান ধরেছেন৷ আজ মাঠে নেমেই দখল করলেন পার্পল ক্যাপ নামক হারানো সিংহাসন৷ চেন্নাই সুপার কিংসের হয়ে এভাবেই বল হাতে আলো ছড়াচ্ছেন দ্যা ফিজ। সবমিলিয়ে ৪ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট তুলেছেন ৯টি। যা চলতি আসরে তাকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত করেছে।

আজ (সোমবার) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। ইকোনমি রেট মাত্র ৫.৪। এতে যুজবেন্দ্র চাহালকে টপকে আবারও পার্পল ক্যাপ ফিরে পেলেন মুস্তাফিজ৷ সমান ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে তার ঠিক পরেই এখন অবস্থান চাহালের৷

প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ১২ রান দিয়ে কৃপণ বোলিং করেন ফিজ৷ নিজের তৃতীয় ওভারে তাঁর চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ওই ওভারে ক্যাচ উঠলেও উইকেটের পেছনে দাঁড়ানো মাহেন্দ্র সিং ধোনি তা তালুবন্দী করতে পারেননি। ফলে প্রথম তিন ওভারেই উইকেটশূণ্য থেকে গেলেন ফিজ।

তবে ইনিংস ও নিজের করা শেষ ওভারে স্বরূপে ফিরলেন ফিজ৷ বল করতে এসেই লুফে নিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন জাদেজার হাতে। দুই বল পরেই মিচেল স্টার্কেরও হয় একই দশা৷ উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কিনারায় ক্যাচ দিয়ে ফেরেন স্টার্ক৷ ফলে শেষ ওভারে ২ উইকেটের পাশাপাশি ফিজ দিয়েছেন মাত্র ২ রান।

আরও পড়ুন: চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট