Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিল চেন্নাই

চেন্নাইয়ে মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

আজ বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের ২৯তম জন্মদিন। মুস্তাফিজের এমন বিশেষ দিনে তাকে স্মরণ করেছে তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ফিজের ছবি পোস্ট করে তার ক্যাপশনে শুভেচ্ছা বার্তা দিয়েছে দলটি।

গত আইপিএলে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ধারণা করা হয় আইপিএল ক্যারিয়ারে যে সকল দলের হয়ে খেলেছেন বাংলার এই পেসার, তাদের মধ্যে সবথেকে বেশি সম্মান মুস্তাফিজ পেয়েছেন চেন্নাই থেকে।

আর চেন্নাইয়ের হয়ে প্রথম মৌসুমে দেখিয়েছেন দারুন পারফরমেন্স। কাটার মাস্টার ফিজের জন্মদিনে তাই তাকে শুভেচ্ছা জানিয়ে করা পোস্টের ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘প্রতিটি নিখুঁত কাটারের সঙ্গে জাদু করে যাও। বাংলার সিংহের জন্মদিনে জানাই শুভেচ্ছা।’

এর আগে গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে সম্পূর্ণ আসর খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে যতদিন ছিলেন দলের সঙ্গে, দেখিয়েছেন নিজের চমক। নিজের খেলা ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করা ফিজ টুর্নামেন্ট থেকে ফেরার সময়ও ছিলেন চলমান আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি।

লঙ্কান পেসার মাথিশা পাথিরানার সঙ্গে চেন্নাই শিবিরে দারুন জুটি হয়েছিল মুস্তাফিজের। যদিও পরের আসরে চেন্নাই দলে দেখা যাবে কিনা ফিজের কাটার, তা এখনও নিশ্চিত নয়। কেননা প্রতি মৌসুমে বিগত বছরের নির্দিষ্ট কিছু ক্রিকেটার ধরে রাখার সুযোগ পায় দলগুলো। যেখানে চেন্নাইয়ের পছন্দের শীর্ষ তালিকায় জায়গা হয়নি ফিজের।

আরও পড়ুন: যে কারণে পাকিস্তান থেকে সরে যেতে পারে ইংল্যান্ড সিরিজ

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট