Connect with us
ফুটবল

চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে লাৎসিওর চমক

Fc Bayern Munich vs SS Lazio
লাৎসিওর হয়ে একমাত্র গোলটি করেন চিরো ইম্মোবিলে। ছবি- সংগৃহীত

ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগায় শেষ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার চ্যাম্পিয়নস লিগে এসেও হোচট খেয়েছে টমাস টুখেলের শিষ্যরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব লাৎসিওর মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক লাৎসিও। জয়সূচক একমাত্র গোলটি এসেছে পেনাল্টি কিক থেকে।

অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো সফরকারী বায়ার্নের। টমাস মুলারের পাস দেওয়া বলে বক্সের ভেতর থেকে গোল করার সুযোগ পান হ্যারি কেন। কিন্তু তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বায়ার্ন। তবে প্রথমার্ধে তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি লাৎসিও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার বড় সুযোগ পায় লাৎসিও। গোলকিপারকে একা পেয়েও ভালো ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকেরা।

ম্যাচের ৬৭ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড দেখেন বায়ার্নের ডিফেন্ডার ডেওট উপমেকানো। এরপর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন চিরো ইম্মোবিলে। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে লাৎসিও।

আরও পড়ুন: ঘরের মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল