
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি আইসিসির র্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন আনবে না- জিতলে বাংলাদেশের পয়েন্ট বাড়বে মাত্র ১, হারলে কমবে ১। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। এমনকি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণও নিশ্চিত দুই দলেরই- শ্রীলঙ্কা সহ-আয়োজক হিসেবে আর বাংলাদেশ ২০২৪ সালের আসরে সুপার এইটে জায়গা পাওয়ায়।
তবুও ম্যাচটির তাৎপর্য কম নয়। এই ম্যাচ জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর গৌরব অর্জন করবে।
সবচেয়ে বড় কথা, টানা তিনটি সিরিজে হার এড়ানোর সুযোগ লিটন দাসের সামনে- এর আগে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর এবারও যদি হারে, তাহলে অধিনায়ক হিসেবে টানা তিন সিরিজ হারের তিক্ত রেকর্ড গড়বেন লিটন।
আরও পড়ুন :
» জুলাই শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানালো বিসিবি
» জাকের-শামীমকে ফিনিশিংয়ের ভূমিকায় চান কোচ
ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন, এখন অধিনায়ক হিসেবেও জয়ের ছাপ রাখতে চান তিনি।
চলতি সফরে তিন ফরম্যাটেই শ্রীলঙ্কাকে চাপে ফেলেছে বাংলাদেশ। গল টেস্ট ড্র, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরা- সব মিলিয়ে দলের পারফরম্যান্সে এসেছে স্থিতি। তবে বাস্তবতা হলো, আগের দুই ফরম্যাটেই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে হেরেছে ৯৯ রানে, টেস্টে ইনিংস ব্যবধানে। এমন ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার ভিন্নভাবে গল্প শেষ করতে চায় দল।
দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন কলম্বোয় সংবাদ সম্মেলনে বলেন, শেষ ম্যাচে যেভাবে খেলেছি, তাতে আত্মবিশ্বাস বেড়েছে। ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে। আমরা আমাদের পরিকল্পনাতেই অটল থাকব। মিডল অর্ডার নিয়ে আমাদের অপশন সীমিত, জাকের আলী চোটে থাকায় প্রথম ম্যাচে বিকল্প ছিল না। আমরা চাই, শামীম-জাকেররাই ম্যাচ শেষ করুক, তাদের ইনিংস গড়ার দায়িত্ব দিয়ে চাপ তৈরি করতে চাই না।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/এসএ/এনজে
