Connect with us
ফুটবল

নেইমারকে ছাড়াই ৪ ম্যাচ খেলার সূচি ব্রাজিলের

Neymar 12
ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।

গেল কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিলের। শেষ নয় ম্যাচের পাচঁটিতেই হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে তারা নেমে গেছে ছয় নম্বরে। এবার কোপা আমেরিকার আগে নিজেদের ছন্দে ফেরাতে দুটি করে প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরই মাঝে নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন।

জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। তার আগে জুনেই টুর্নামেন্টের স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। যেখানে ২৩ মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে এবং অপর ম্যাচে ২৬ মার্চ স্পেনের মুখোমুখি হবে তারা।

এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের মাঝে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। হাঁটুর চোটে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নেইমার। অনিশ্চয়তা ছিল আসন্ন কোপা আমেরিকায় তার খেলা নিয়ে। এবার ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করলেন আগামী আসরে দেখা যাবে না দলের সেরা তারকাকে।

কোপা আমেরিকার ৪৮তম আসর যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে আগামী বছরের ২০ জুন থেকে। এরই মাঝে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। যেখানে গ্রুপ ‘ডি’ তে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে। কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে থেকে আরেকটি দল আসবে প্লে অফ খেলে।

আরও পড়ুন: ফারজানার শতক তবুও হারল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল