Connect with us
ফুটবল

কনকাকাফ কাপের ফাইনালে ব্রাজিল

Brazil women beat maxico
ব্রাজিল নারী দল। ছবি- এপি

ব্রাজিল পুরুষ জাতীয় দল বেশ কিছুদিন যাবত নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে না পারলেও- বয়স ভিত্তিক ফুটবল, বিচ ফুটবল অথবা নারী ফুটবল ব্রাজিলকে অনেক সফলতা এনে দিচ্ছে সাম্প্রতিক সময়। এবার যেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়ে প্রথমবারের মতো কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপের ফাইনালে উঠে এসেছে ব্রাজিল নারী দল।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। যেখানে মেক্সিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের আধ-ঘন্টার মাঝেই মেক্সিকোর একজন লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় মেক্সিকোকে। এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন অ্যান্তোনিয়া, আদ্রিয়ানা ও ইয়াসমিম। 

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ২১তম মিনিটেই আদ্রিয়ানার গোল থেকে এগিয়ে যায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্ডারের মাথায় বল লাগলে বক্সের মধ্যে তা পেয়ে যান আদ্রিয়ানা। নিখুঁত ফিনিশিংয়ে খালি পোস্ট পেয়ে বল জালে জড়ান তিনি।

এদিকে ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেক্সিকোর ফুটবলার নিকি হার্নান্দেজ। এর তিন মিনিট বাদেই ফের মেক্সিকোর জাল কাঁপায় ব্রাজিলের অ্যান্তোনিয়া। বক্সের বাইরে বলতে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। দুই গোলের লিভ নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরেই ব্যবধান আরও বাড়ায় ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ৪৮ মিনিটে বক্সের মধ্যে সতীর্থের দুর্দান্ত এক ক্রস থেকে গোল করেন ইয়াসমিম। ম্যাচে শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিন পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিলের নারী দল। ম্যাচে ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। এদিকে গোটা ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি। ২৬ ফাউলের এই ম্যাচে দেখা যায় দুটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড।

উল্লেখ, এর আগে কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিবন্ধী আর্জেন্টিনাকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। এদিকে আরেক সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ব্রাজিলের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার (১১ মার্চ) ভোর ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে কনকাকাফ গোল্ড কাপের ফাইনাল।

আরও পড়ুন: আইপিএল ২০২৪: কোন দলের অধিনায়ক কে?

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল