Connect with us
অলিম্পিক গেমস

ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে ব্রাজিল

ফ্রান্সকে হারিয়ে সেমিতে ব্রাজিল। ছবি- সংগৃহীত

পেরিস অলিম্পিকের গোটা আসর অনেকটা ঘুরিয়ে কুড়িয়ে চলা ব্রাজিল এবার রীতিমত চমক দেখালো কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে। এর আগে গ্রুপ পর্বের দুই ম্যাচ পরাজয়ের পর শঙ্কা জেগেছিল ব্রাজিলের ছিটকে যাওয়ার। তবে অন্য গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা দলগুলোর তুলনায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছিল ব্রাজিল।

যদিও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে ছিল কঠিন বাধা। টুর্নামেন্টের স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে তাদের নামতে হয়েছে মাঠে। তবে সেই ম্যাচে ফরাসি নারী দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল নারী দল। গাবি পোর্তিলহোর একমাত্র গোলে অলিম্পিকে স্বর্ণ জয়ের পথে আরও এগিয়ে গেল তারা।

এতে করে অলিম্পিক ক্যারিয়ারের যাত্রা দীর্ঘায়িত হল ব্রাজিল কিংবদন্তি ফুটবলার মার্তা ভিয়েরা দা সিলভার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে পরাজয়ের আগেই কান্নায় মাঠ ছাড়তে হয়েছিল এই তারকা ফুটবলারকে। যে ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল ব্রাজিল।

মূলত, সেদিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্তা। এদিকে ব্রাজিলের হয়ে ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ইতোমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছেন, চলতি বছরই তিনি ইতি টানবেন নিজের ফুটবল ক্যারিয়ারের। সুতরাং প্যারিসই নিঃসন্দেহে মার্তার শেষ অলিম্পিক আসর। আর লাল কার্ড দেখায় কোয়ার্টার ফাইনাল ম্যাচেও খেলার সুযোগ ছিল না মার্তার।

তবে নক আউট পর্বের এই কঠিন ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে মার্তাকে খেলার সুযোগ করে দিয়েছে তার দল। এদিন ব্রাজিলের হয়ে প্রতিপক্ষের জালে গাবি পোর্তিলহো বল জড়াতেই গ্যালারি থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন এই তারকা ফুটবলার। ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা হাতছাড়া করেছিল ফ্রান্স। শেষ পর্যন্ত সেই ভুলের খেসারত দিয়েছে স্বাগতিকরা।

আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস