Connect with us
ফুটবল

ফুটসাল র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কততম স্থানে?

Brazil at the top of the futsal ranking, Argentina in what place?
ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলাটির বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত-সমর্থক রয়েছে। দিনের পর দিন ফুটবলের জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে। ফুটবলের ক্ষুদ্র একটি সংস্করণ হলো ফুটসাল। ফুটবলের সাথে সাথে ফুটসালও প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। ফুটবলে র‍্যাঙ্কিং ব্যবস্থা আগে থেকে থাকলেও প্রথমবারের মত এবার ফুটসাল খেলা দেশগুলোকে নিয়ে র‍্যাঙ্কিং ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

পুরুষ ও নারী দুই বিভাগের ফুটসালেই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা, যেখানে প্রথমবারের মত করা তালিকায় দুই জায়গায়ই ব্রাজিলের পুরুষ ও নারী ফুটসাল দল শীর্ষে জায়গা পেয়েছে। পুরুষদের র‍্যাঙ্কিংয়ের হিসাব করা হয়েছে ৪৬০০ টি ফিফা ‘এ’ ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে।

ছেলেদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে সাম্বা ফুটবলের দেশ ব্রাজিল। দুই নম্বরে জায়গা পেয়েছে পর্তুগাল। তালিকার তিন নম্বরে আছে স্পেন। অবাক করার বিষয় হলো, এশিয়ার দেশ ইরান র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে।

আর মেসির দেশ আর্জেন্টিনা আছে তালিকার পাঁচে। র‍্যাঙ্কিংয়ের বাকি পাঁচ দেশগুলো হলো যথাক্রমে মরক্কো, রাশিয়া, কাজাখস্থান, থাইল্যান্ড ও ফ্রান্স।

অপর দিকে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও রয়েছে ব্রাজিল। স্পেন আছে দুই নম্বরে। তিন, চার ও পাঁচ নম্বরে পর্যায়ক্রমে পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশের র‍্যাঙ্কিং ৪৪।

আরও পড়ুন: ফুটসাল ফুটবল খেলার নিয়ম কি? কীভাবে খেলে? 

ক্রিফোস্পোর্টস/৭মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল