Connect with us
ক্রিকেট

রাজস্থানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বেঙ্গালুরুর

Bengaluru's dream is shattered again after losing to Rajasthan
বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান। ছবি- সংগৃহীত

অবশেষে বেঙ্গালুরুর জয়রথ থামালো রাজস্থান রয়্যালস। গ্রুপপর্বে টানা ছয় জয়ের পর প্লে-অফে এলিমিনেটর ম্যাচে রাজস্থানের কাছে হেরে আইপিএলে আবারও স্বপ্নভঙ্গ বেঙ্গালুরুর। এবারও শিরোপা ছোঁয়া হলো না কোহলিদের।  

বুধবার (২২ মে) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান ও বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় রাজস্থান।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু-প্লেসি। তবে উদ্বোধনী জুটি বেশি বড় করতে পারেননি তারা। দলীয় ৩৭ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ডু-প্লেসি।

এরপর কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৫৮ রানের মাথায় যুযবেন্দ্র চাহালের বলে বাউন্ডারি লাইনে ধরা পরেন তিনি। আউট হওয়ার আগে ২৪ বলে ৩৩ রান করেন তিনি। এরপর ম্যাচের হাল ধরেন ক্যামেরন গ্রিন ও রজত পতিদর। দুজনের জুটিতে ভালোই এগোচ্ছিলো বেঙ্গালুরু।

ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৯৭ রানের মাথায় জোড়া আঘাত হানেন রবীচন্দ্রন অশ্বিন। পর পর দুই বলে গ্রিন ও ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। আর তাতেই বড় বিপদে পড়ে বেঙ্গালুরু। এরপর রজতের ৩৪ এবং মহিপাল লমররের ৩২ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত ১৭২ রান তুলে বেঙ্গালুরু।

রাজস্থানের হয়ে আভেশ খান ৩টি এবং অশ্বিন ২টি উইকেট শিকার করেন। এছাড়া বোল্ট, সন্দ্বীপ ও চাহাল ১টি করে উইকেট নেন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজস্থান। জয়সয়াল-পরাগদের ওপর এদিন খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি বেঙ্গালুরুর বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্বাচ্ছন্দ্যের সঙ্গেই এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জয়সওয়াল। এছাড়া রিয়ান পরাগ ৩৬, শিমরন হেটমায়ার ২৬ এবং অন্যান্য ব্যাটাররা ছোট ছোট অবদান রাখেন।

বেঙ্গালুরুর হয়ে চার ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বেঙ্গালুরু: ১৭২/৮ (২০ ওভার)

রাজস্থান: ১৭৪/৬ (১৯ ওভার)

ফলাফল: রাজস্থান ৪ উইকেটে জয়ী।

আরও পড়ুন: এলপিএলে মুস্তাফিজের দলের বাংলাদেশি মালিক গ্রেপ্তার

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট