Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের পতাকা চিনতে ভুল করল বিসিবি!

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ভুল করে আলোচনায়-সমালোচনার কবলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে সফরকারী ইংল্যান্ডের ভুল পতাকার ছবি ব্যবহার করেছে বিসিবি।

এতে দেখা যায়, ইংল্যান্ডের পতাকার জায়গায় যুক্তরাজ্যের পতাকা দিয়ে টিকিট ছাপানো হয়েছে।

মূলত ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে গঠিত হয় যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যের অধীনস্থ চারটি দেশেরই আছে আলাদা ও নিজস্ব পতাকা, ক্রীড়া ফেডারেশন।

সাদা রঙের উপর লাল ক্রস চিহ্ন সম্বলিত পতাকাটি মূলত ইংল্যান্ড ব্যবহার করে থাকে। আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়। অথচ বিসিবির টিকিটে যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়!

অপরদিকে টিকিটে ভুল এবারই প্রথম ঘটনা না। এর আগেও, ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটে ভুল করেছিল বিসিবি। এছাড়া ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে খেলা শুরুর সময়ই পরিবর্তন হয়ে গিয়েছিল।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট