Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি

BD vs SA
দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্টের ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি

দেশের রাজনৈতিক বৈরী হাওয়ার আঁচ লেগেছে ক্রিকেটে। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে বাংলাদেশ থেকে। সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এখন আবার দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট কোথায় হবে তা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি

এদিকে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড-সিএসএ। কিন্তু নিজেদের পরিকল্পনা গোছানোর জন্য দক্ষিণ আফ্রিকা এলে সিরিজের দুটি টেস্টের ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি।

বিসিবি সূত্র জানিয়েছে, পরিকল্পনামাফিক সব কিছু ঠিক থাকলে প্রথম টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর দেশের উদ্দেশে উড়াল দেবে দক্ষিণ আফ্রিকা দল।

আরও পড়ুন:

» বিদেশি লিগে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন

» সারের হয়ে দ্বিতীয় ইনিংসেও সাকিবের দুর্দান্ত বোলিং

সফর সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে এইডেন মার্করামরা। আর যে দুটি টেস্ট ম্যাচ খেলবে সে দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল প্রোটিয়ারা। সেবার বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। বৃষ্টির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও মাঠে গড়ায়নি।

ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট