Connect with us
ফুটবল

বসুন্ধরা কিংসের ফাইনাল পরীক্ষা আজ, ড্র করলেই ইতিহাস

উড়িষা এফসির মুখোমুখি হওয়ার আগে গা গরম করে নিচ্ছেন বসুন্ধরার ফুটবলাররা। ছবি- ডেইলি সান

এএফসি কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে ভারতে অবস্থান করছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টে পূর্ব বাংলার চ্যাম্পিয়নদের ভাগ্য নির্ধারণ হবে এই ম্যাচ দিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা উড়িষা এফসির বিপক্ষে কঠিন ম্যাচই হবে আজ কিংসদের। দুই ক্লাবের জন্যই থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান অঞ্চলে যাওয়ার।

আজ সোমবার (১১ ডিসেম্বর) ভারতের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলতে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুদল। এই ম্যাচে অন্তত ড্র করলেও দক্ষিণ এশিয়ার সেরা হয়ে পরবর্তী রাউন্ডে যাবে বসুন্ধরা কিংস। তবে এক্ষেত্রে উড়িষা এফসির কাছে নেই জয়ের কোনো বিকল্প।

ম্যাচে সমতায় থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও নিজেদের ক্ষমতায় জিতে পরবর্তী রাউন্ডে যেতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গতকাল এক সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘এটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ড্রয়ের জন্য লড়াই না করে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে চাই। জয়ের মানসিকতা নিয়েই খেলতে নামবে ছেলেরা।’

আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কিংসের অধিনায়ক রবসন রবিনহো। তবে তার কণ্ঠেও রয়েছে কোচের মতো জয়ের প্রত্যয়, ‘এইবার আমরা সব দিক থেকে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে। সব খেলোয়াড় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আমরা আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য জিততে চাই।’

এর আগে বাংলাদেশি ক্লাব হিসেবে আবাহনী লিমিটেডের এএফসি কাপে গ্রুপ পর্বের বাধা টপকে এশিয়ান অঞ্চলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার শেষ ম্যাচে উড়িষার বিপক্ষে ১ পয়েন্ট পেলেও ইন্টার জোনাল সেমিফাইনালের পথে পা বাড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

গ্রুপ পর্বের প্রথম লেগে কিংস অ্যারেনায় উড়িষাকে ৩-২ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। গ্রুপে তালিকায় পাঁচ ম্যাচে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে কিংসদের অবস্থান শীর্ষে। সমান ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে উড়িষা। গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে এশিয়ান ইন্টার জোনাল সেমিফাইনালে।

আরও পড়ুন: বাংলাদেশ যুবাদের ম্যাচসহ আজকের খেলা (১১ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল