Connect with us
ফুটবল

শেষ সময়ের গোলে হার এড়াল বার্সেলোনা

FC Barcelona
শেষ সময়ের গোলে হার এড়ালো বার্সেলোনা। ছবি- সংগৃহীত

লা লিগায় আবারো হোচট খেলো বার্সেলোনা। ভ্যালেকানোর সাথে শেষ দিকের আত্মঘাতী গোলে কোনমতে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পেদ্রি- লেভানদোভস্কিদের।

শনিবার (২৫ নভেম্বর) লা লিগার ১৪তম রাউন্ডের ম্যাচে রে ভ্যালেকানোর মুখোমুখি হয় বার্সেলোনা। রে ভ্যালেকানো ঘরের মাঠ ভাল্লেকাসে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তবে কাঙ্খিত সেই গোলের দেখা পাচ্ছিল না পেদ্রি- লেভানদোভস্কিরা। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে উল্টো গোল খেয়ে বসে বার্সেলোনা। ঘরের মাঠে দলকে এগিয়ে দেন উনাই লোপেজ। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লাউগ্রানারা।

বিরতি থেকে ফিরে আবারো ম্যাচে আধিপত্য বজায় রেখে আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। কিন্তু শত চেষ্টা করেও কেউ গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। লেভানদোভস্কিকে লক্ষ করে বালদের বাড়ানো শটে পা লাগিয়ে আত্মঘাতী গোল করেন প্রতিপক্ষের ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজিউন। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’টি দল।

এই ড্রয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলে তিনেই রয়েছে বার্সেলোনা। ১৪ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ১৩ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জিরোনা।

আরও পড়ুন: জোড়া গোলে আল-নাসরের জয়, রোনালদো করলেন নতুন রেকর্ড

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল