Connect with us
ফুটবল

জোড়া গোলে আল-নাসরের জয়, রোনালদো করলেন নতুন রেকর্ড

জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন এক নতুন রেকর্ড

বয়সের সাথে যেন পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর। আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলে ফিরেই দেখিয়েছেন নিজের পায়ের জাদু। জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন এক নতুন রেকর্ড।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে আল-আখদৌদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় রোনালদোর আল-নাসর। রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। জয়ের রাতে আল-নাসরের হয়ে গোল করেন সামি আল-নাজেই ও ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিন নতুন এক রেকর্ড গড়েছেন রোনালদো। প্রথম বিভাগের লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে তিনি। হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস এবং চেক রিপাবলিকের জোসেফ বিকানের ৫১৫ গোলের রেকর্ডটি ছাপিয়ে তার গোল সংখ্যা এখন ৫১৭ টি।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ করে চাপে রাখে আল-নাসর। ম্যাচের মাত্র ১৩ মিনিটে ডানপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল নিখুঁত ফিনিশিং-এ জালে জড়ান আল-নাজেই। একাধিকবার সুযোগ তৈরি করেও প্রথম আর্ধে আর কোন গোল করতে না পারলে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয় আর্ধে গোল করার জন্য মরিয়া হয়ে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৬ মিনিটে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে গোলকিপার আটকে দেন তার নেওয়া শট। তবে তার এক মিনিট পরেই রিফ্লেক্টে বক্সের ভেতর বল পেয়ে যান তিনি। সেবার আর সুযোগ হাতছাড়া করেননি এই পর্তুগিজ তারকা।

ম্যাচের ৭৭ মিনিটে বক্সের ডান পাশ থেকে রোনালদোর নেওয়া জোরালো শটে পরাস্ত হন গোলকিপার সহ তিন ডিফেন্ডার। তার ঠিক তিন মিনিট পরেই ফের বল জালে জরান রোনালদো। দ্বিতীয় গোলটির সময় গোলকিপার সামনে এগিয়ে আসলে প্রায় ৩০ গজ দূর থেকে তার মাথার উপর দিয়ে তুলে বল জালে জরান। এতেই নিশ্চিত হয়ে যায় ৩-০ ব্যবধানের বড় জয়।

এবারের সৌদি প্রো-লিগে ১৩ ম্যাচে সর্বোচ্চ ১৫ টি গোল করেছেন রোনালদো। আল-নাসর ১৩ ম্যাচের ১১ টিতে জিতে ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় অবস্থানে। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ১৮ ম্যাচে তার রয়েছে ১৮টি গোল।

আরও পড়ুন: ফিফার জরিমানার মুখে বাফুফে: যা বললেন মানিক

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল