Connect with us
ফুটবল

রিয়াল দুর্গে হতাশ বার্সা, ডাকছে শিরোপা

real madrid vs barcelona
দ্বিতীয় এল ক্লাসিকোতেও নায়ক জুড বেলিংহ্যাম। ছবি- সংগৃহীত

এল ক্লাসিকো—তো এমনই হওয়ার কথা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার উত্তাপ ছুঁয়েছে বার্নাব্যু। লা লিগায় চলতি মৌসুমে ফিরতি দেখায়ও শেষ হাসি হেসেছে ভিনিরা। দ্বিতীয় এল ক্লাসিকোতেও নায়ক জুড বেলিংহ্যাম। শেষ মুহূর্তে গোল করে রিয়াল সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন তিনি।

রিয়াল দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলের স্কোরসিটে হতাশায় ডুব দেয় জাভির শিষ্যরা।

এদিকে টানা দুই এল ক্লাসিকোয় উড়তে থাকা রিয়ালের সামনে লা লিগার শিরোপা জয়ের হাতছানি। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল রিয়াল।

রোববার বাংলাদেশ সময় মধ্যরাতে জমে উঠে এল ক্লাসিকো। ম্যাচের ৬ মিনিটে গোল করে এগিয়ে যায় ভিনিরা। হেড থেকে বার্সেলোনার প্রথম গোল পান ক্রিস্টেনসেন। তবে ঘরের মাঠে সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়াল। মাত্র ১৬ মিনিটে পাল্টা আক্রমণে যায় স্বাগতিক রিয়াল। এতে ফলও আসে—কুবারসির পেনাল্টিতে গোল আদায় করে নেন ভিনিসিয়ুস।

real madrid vs barcelona win

শেষ মুহূর্তে গোল করে রিয়াল সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন বেলিংহ্যাম। ছবি- সংগৃহীত

বিরতি থেকে ফিরে রিয়াল-বার্সা সমান তালে লড়াই চালায়। ম্যাচের ৬৯ মিনিটে ইয়ামালের শট লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোলে এগিয়ে যায় কাতালানরা। ফারমিন লোপেসে পা থেকে সাফল্য পায় বার্সা। তবে লিড চার মিনিটের বেশি ধরে রাখতে পারেনি জাভি বাহিনী। ভিনির নিখুঁত ক্রসে শট নিয়ে বার্সা গোলরক্ষক টার স্টেগানকে হারান ভাসকেস।

সমতা ফিরলে এল ক্লাসিকো আরও জমে উঠে। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল-বার্সা। তবে বার্সার দুর্গে একের পর এক আক্রমণ করে রিয়াল। বাড়তি সময়ে ভাসকেসের দূরপাল্লার ক্রস পেছনে থাকা বেলিংহ্যামের জন্য ছেড়ে দেন হোসেলু। বার্সা ডিফেন্ডার হয়তো এমনভাবে বোকা বনে যাবেন ভাবতেই পারেননি। পরে দুর্দান্ত শটে বার্সার কফিনে শেষ প্যারেক ঠুকে দেন সেই বেলিংহ্যাম।

এদিকে এই জয়ের পর ৩২ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সা।

আরও পড়ুন: গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারলো ব্রাজিল, তবুও খেলবে ফাইনাল রাউন্ডে

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল