Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ ভারতে আয়োজনের প্রস্তাব, যা বললেন জয় শাহ

বিশ্বকাপের প্রস্তাবে যা বললেন জয় শাহ। ছবি- সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কেননা ৫ আগস্ট চাপের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে অস্থিরতা দেখা দেয় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে। বিশ্বকাপ আয়োজনে তাই বাংলাদেশের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন আইসিসি।

এরই মধ্যে শোনা গিয়েছিল বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিক না হলে বিকল্প কোন দেশে নারীদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করতে পারে আইসিসি। বিকল্প দেশগুলোর তালিকায় ছিল ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে আইসিসি বেশি বিলম্ব না করে এখনই তাদের সিদ্ধান্ত নিতে চায়। বিষয়টি বোঝা গেছে এরই মধ্যে ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়ায়।

বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন আইসিসি এই ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সরাসরি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটি ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ আয়োজনে নিজেদের আপত্তির কারণও জানান জয় শাহ।

জয় শাহ জানান, ‘বিসিসিআইয়ের কাছে তারা (আইসিসি) প্রস্তাব দিয়েছিল ভারতে বিশ্বকাপ আয়োজন করার বিষয়ে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। কারন আমাদের এখানে তখন বর্ষা মৌসুম থাকতে পারে। এছাড়া পরের বছর আমরাই নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। আমরা ভারতের মাটিতে পরপর দুটো বিশ্বকাপ আয়োজন করব, এমন মনোভাব প্রকাশ করতে চাই না।’

ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়ার মধ্য দিয়ে বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গেল, যে বাংলাদেশ থেকে এই টুর্নামেন্ট এখন সরিয়ে নিতে চায় আইসিসি। আর তেমনটা হলে ভারতের পর বিকল্প ভেন্যু হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে সেসময় শ্রীলঙ্কাতেও বর্ষার মৌসুম থাকার কথা। তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন পথে হাঁটবে আইসিসি।

এদিকে জানা গিয়েছিল বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে দুটি বিষয় নিশ্চিত হতে চায় আইসিসি। যেখানে প্রথমটি, দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক হতে হবে এবং দ্বিতীয়টি, বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি সুরাহা করতে। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে সকল জটিলতা কাটিয়ে উঠতে কাজ শুরু করার কথাও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন: রোনালদোর গোল ও অ্যাসিস্টে ফাইনালে আল নাসর

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট