Connect with us
ফুটবল

রোনালদোর গোল ও অ্যাসিস্টে ফাইনালে আল নাসর

রোনালদোর গোল উদযাপন। ছবি- সংগৃহীত

দারুণভাবে নতুন একটি মৌসুম আল নাসরের হয়ে শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি সুপার কাপের সেমিফাইনালে গতকাল রাতে আল তাউনের বিপক্ষে মাঠে নেমেছিল নাসর। এই ম্যাচে দলের হয়ে গোল করার পাশাপাশি গোল করতে সহায়তাও করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এতে করে নতুন মৌসুমের শুরুতেই শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেল তার দল।

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তাউনকে ২-০ গোলে পরাজিত করে আল নাসর। ম্যাচের শুরুতেই আয়মান ইয়াহিয়াকে গোল করতে সহায়তা করেন রোনালদো। এরপর দ্বিতীয় আর্ধে মৌসুমে নিজের প্রথম গোল করেন এই পর্তুগিজ তারকা। আগামী শনিবার বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে নাসর।

আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে এদিন ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল আলতো টোকায় আয়মনের কাছে পাঠিয়ে দেন রোনালদো। দারুন ফিনিশিংয়ে সেখান থেকে দলের প্রথম গোল এনে দেন সেই মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৯তম মিনিটে নিজের নামের পাশে গোল লেখার দারুন একটি সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ডি-বক্সের ভেতর থেকে তার নেয়া শট প্রতিপক্ষ গোলকিপার ঠেকিয়ে দিলে গোল বঞ্চিত হন তিনি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। এর ৮ মিনিট বাদেই প্রতিপক্ষের জাল কাঁপান এই পর্তুগিজ তারকা।

ডি-বক্সের ভেতর বাইলাইনের কাছ থেকে সুলতান আল ঘানামের পাস পেয়ে যান রোনালদো। আর সেখান থেকেই ডান পায়ের মাটি কামড়ানো জোড়ালো শট থেকে গোল আদায় করেন তিনি। এরপর আরো কিছু ভালো সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে ম্যাচে আর সফলতা পাননি এই তারকা ফুটবলার। এদিন প্রতিপক্ষের একাধিক দারুণ সুযোগ নষ্ট করে দিয়েছে নাসরের গোলরক্ষক।

আরও পড়ুন: ক্রিকেট বোর্ডে থাকার প্রশ্নে যা বললেন মাশরাফি

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল