Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচও ড্র, শিরোপা ভাগাভাগি

Bangladesh-Pakistan 'A' team second match draw, title shared
বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহিনসের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহিনসের মধ্যকার দুটি চারদিনের ম্যাচের প্রথমটিতে ড্র হয়েছে। এবার দ্বিতীয় চারদিনের ম্যাচটিও ড্র হয়েছে। ফলে শিরোপা ভাগাভাগি করে নিয়েছে দুই দল।

ইসলামাবাদে তৃতীয় দিনে ম্যাচটি মাঠে গড়ানোর পর বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১১৩.২ ওভারে ৯ উইকেটে ৪০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে পাকিস্তান ৬৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করার পর সমাপ্ত হয় চতুর্থ দিন। এর ফলে ড্র হয়েছে ম্যাচটি।

Bangladesh-Pakistan 'A' shares trophy as seris drawn 1-1

দুই দলের শিরোপা উদযাপন। ছবি- সংগৃহীত

দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গত মঙ্গলবার (২০ আগস্ট)। তবে প্রথম দুদিন বৃষ্টিতে ভেস্তে যায় এবং টস হয় তৃতীয় দিনে। তৃতীয় দিনে প্রথমে ব্যাট করে সাইফ হাসান ও জাকের আলি অনিকের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার চতুর্থ দিনে আরো ৫৮ রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

আরও পড়ুন:

» অবশেষে বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা চৌধুরি

» বাংলাদশ-পাকিস্তানের সমর্থকদের মধ্যে দেখা গেল সৌহার্দ্যের বন্ধন 

বাংলাদেশের হয়ে ২৮৬ বলে ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন জাকের আলি। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই ব্যাটার। এছাড়া সাইফ হাসান ১৬৫ বলে ১১১ এবং মাহিদুল ইসলাম ১০২ বলে ৩৯ রান করেছেন।

পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ সর্বোচ্চ ৪ টি উইকেট শিকার করেছেন। এছাড়া ঘুলাম মুদাসসার ও মেহরান মুমতাজ ২টি করে উইকেট শিকার করেছেন।

এদিকে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন আলি জেরাব। ১৩২ বলে ১১৭ রান করেন এই ওপেনার। এছাড়া শারুন সিরাজ ৫৩, সাদ খান ৩৭, কাসিম আকরাম ৩৬ এবং কামরান ঘুলাম ৩৪ রান করেছেন।

এই ম্যাচ দিয়ে বছরখানেক পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। এ ম্যাচে ১৫ ওভার হাত ঘুরিইয়ে ১ মেডেনসহ ৫৬ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছেন এই গতি তারকা। এছাড়া তানজিম সাকিব ও রুয়েল মিয়া ১টি করে উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট