Connect with us
ক্রিকেট

সাদা পোশাকে টানা হারের খেসারত দিল বাংলাদেশ

Bangladesh paid the penalty for losing in white clothes
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটে যেন মাথা উঁচু করে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নতুন শুরুর আভাস দিয়েছিল টাইগাররা। তবে পরেই ম্যাচেই হারের মুখ দেখতে হয় দলটিকে।

নিউজিল্যান্ডের পর এবার ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই সিরিজের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে তাদের বিপক্ষে দুটি টেস্টে কোনো পাত্তাই পায়নি নাজমুল হোসেন শান্তর দল।

সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর চট্টগ্রামে এসেও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। এই ম্যাচেও ১৯২ রানের বড় হার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ এ সিরিজ ড্রয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৪) পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এই শ্রীলঙ্কান সিরিজের প্রথম টেস্টে হারের পর ৩ ধাপ এবং দ্বিতীয় টেস্ট হারের পর আরো ১ ধাপ নিচে নেমে বর্তমানে পয়েন্ট তালিকার ৮ নম্বরে রয়েছে টাইগাররা। ৪ ম্যাচের মধ্যে ১ জয় ও ৩ হারে বাংলাদেশের পয়েন্ট ১২ এবং পয়েন্টের শতাংশ ২৫।

এদিকে ২-০ তে সিরিজ জিতে টেবিলের তলানি থেকে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। চার ম্যাচে ২ জয় ও ২ হারে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪ এবং পয়েন্টের শতাংশ ৫০।

ICC World Test Championships Standings

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। ছবি- সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ৯ টেস্টে ৬ জয়, ২ হার ও ১ ড্রয়ে ভারতের পয়েন্ট ৭৪ এবং পয়েন্টের শতাংশ ৬৮.৫১। আর ১২ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ৯০ পয়েন্ট এবং শতকরা ৬২.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলো প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট এবং টাই হলে ৬ পয়েন্ট পাবে। আর হারলে কোনো পয়েন্ট পাবে না। আর ম্যাচের মূল পয়েন্ট হিসাব হয় শতাংশ হিসেবে যাতে বেশি টেস্ট খেলা দলগুলো বাড়তি সুবিধা না পায়।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসছে ভারত, ম্যাচ কবে কখন? 

ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট