Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হারের দিন প্রাপ্তি মাহমুদউল্লাহর সেঞ্চুরি

ছবি- গুগল

‘যেখানে ভূতের ভয়, সেখানেই রাত হয়’ এই প্রবাদটিই যেন সত্যি হয়ে গেল বাংলাদেশের জন্য। নইলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকি সবার এমন অসহায় আত্মসমর্পণ হয়তো খোদ প্রোটিয়ারাও কল্পনা করেনি।

টস হেরে বোলিং এ ভালো শুরুর পরও ডি কক-ক্লাসেনের ব্যাটিং তান্ডবে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় পাহাড়সম ৩৮৩ রানের। জবাবে ব্যাট করতে নেমে লিটন-সাকিবদের সাজ ঘরে ফেরার মিছিলে ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ শিবির। সাথে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের লজ্জার হার সঙ্গী হয় সাকিব বাহিনীর।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টসে জেতা দল যে ব্যাটিং নেবে তা অনুমেয়ই ছিল। শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ৩৬ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু এরপরই ডি কক, মার্করামের সাথে ১৩১ রানের জুটি এবং ক্লাসেনের সাথে ১৪২ রানের জুটি গড়ে পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশের সামনে। ডি কক করেন ১৭৪ রান, ক্লাসেন ৯০ রান এবং মার্করাম ৬০ রান করেন।

জবাবে বড় রান তাড়ায় নেমে আফ্রিকার মতো ধীরগতির শুরু করলেও আফ্রিকার মত আর ব্যাটিং এ ঝড় তোলা হয়নি বাংলাদেশের। একের পর এক যাওয়া আশার মিছিলে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই ঢাল তুলে দাঁড়াতে পারেনি। লাল সবুজদের হয়ে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ১১১ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।

প্রোটিয়াদের হয়ে জানসেন, উইলিয়ামস এবং রাবাদা ২ টি করে উইকেট নেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন কোয়েটজা। আজকের এই হারে বাংলাদেশের জন্য বিশ্বকাপ সেমির স্বপ্ন আরো কঠিন হয়ে গেল।

আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত মাহমুদউল্লাহতেই এখন আস্থা দলের

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমএস/এজে/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট