Connect with us
অন্যান্য

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ হকিতে বাংলাদেশের শুভ সূচনা

বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। ছবি- সংগৃহীত

এবারের জুনিয়র এশিয়া কাপ নারী হকি অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর ম্যাচে ৫-৪ গোলে থাইল্যান্ডকে পরাজিত করেছে বাংলাদেশ।

শনিবার (১৫ জুন) ম্যাচে জোড়া গোল করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন অর্পিতা পাল। এদিন শুরুতেই গোল করে বাংলাদেশকে লিড এনে দেন ইমা। এছাড়া ম্যাচে একটি করে গোল করেছেন ফারজানা ও কনা। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে গোল করেছে থাইল্যান্ডও।

ম্যাচের এক পর্যায়ে স্কোরলাইন দাঁড়িয়েছিল ৪-৪ ব্যবধানে। সেখান থেকে ৫৬ তম মিনিটে জয়সূচক গোল করে জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের জুনিয়র নারী হকি দল। এতে করে ম্যাচ শেষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শেষে নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু বলেন, ‘থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন।  আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তবে খেলায় তা অনুভব হয়নি। আজ প্রথম ম্যাচ খেলতে নেমেই মেয়েরা জয় পেয়ে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে।’

এদিকে স্পন্সরের অভাবে বাংলাদেশ দলের সিঙ্গাপুর যাত্রা হয়ে পড়েছিল অনিশ্চিত। তবে সকল বাধা পেরিয়ে বাংলাদেশ দল তাদের আসর শুরু করেছে জয়ে রাঙিয়ে।

আরও পড়ুন: পর্তুগালকে ইউরোর শিরোপা জেতাতে চান রোনালদো

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য