Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

তামিম, লিটন ও মেহেদীরা দারুণ ফর্ম করেছেন। ছবি- ক্রিকইনফো

নানান দ্বন্দ্ব আর সমালোচনা মাথায় নিয়ে বিশ্বকাপের আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। এরই মধ্যে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচও খেলে ফেললো সাকিববাহিনী। তবে সাকিবকে ছাড়াই বড় জয় দিয়ে প্রস্তুতি নিলো টাইগাররা। শ্রীলঙ্কাকে ২৬৩ রানে আটকে দিয়ে ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গৌয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে লিটন দাস, তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের চমক দেখানো ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট জয় পেয়েছে বাংলাদেশ।

টসে হেরে বোলিং এ আসে বাংলাদেশ। কিন্তু টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং এ সব উইকেট হারিয়েও ২৬৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় শ্রীলংকা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন লিটন-তামিম জুটি। লিটন ৫৬ বলে ৬১ এবং তামিম ৮৮ বলে ৮৪ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন। পরবর্তীতে মেহেদী মিরাজের ৬৭ ও মুশফিকের ৩৫ রানে ভর করে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট, মেহেদী মিরাজ ৩২ রানের বিনিময়ে ১ উইকেট এবং তরুণ তুর্কি তানজিম সাকিব ৩৩ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবকে নিয়ে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এজে/

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট