Connect with us
ক্রিকেট

টাই হলো শেষ ম্যাচ, ইতিহাস গড়লো বাংলাদেশ

BD WIN
ভারতীয় ব্যাটারতে আউট করে উল্লাস বাংলাদেশিদের (ছবি-ক্রিকইনফো)

মিরপুরে নাটকীয় ম্যাচ দেখলো ক্রিকেটবিশ্ব। নারী ক্রিকেটে নবমবারের মতো স্কোর লেভেল বা ম্যাচ টাই হলো। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ও ভারত দুদলেরই ইনিংস শেষ হয়েছে ২২৫ রানে। আগের দুটি ম্যাচে ১-১ সমতায় থাকা সিরিজটি ভাগাভাগি করে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রিত কৌররা।

শেষ ওভারে ৩ রান লাগতে ভারতের। আর বাংলাদেশের লাগতো একটি উইকেট। প্রথম দুই বলে ১, ১ করে দুই রান দেন মারুফা। পরের বলেই আউট! ব্যস স্কোর সমান। ভারতের বিরুদ্ধে এবারই প্রথম সিরিজ সমতায় শেষ করলো টাইগ্রেসরা।

শনিবারের (২২ জুলাই) এই ম্যাচে ইতিহাস হয়েছে আরও একটি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকী। তার শতক ও শামীমার ফিফটিতে ভর করে আগে ব্যাটিং করে ২২৫ রান জড়ো করে বাংলাদেশ।

সিরিজ জিততে ভারতের দরকার ছিল ২২৬ রান। আর বাংলাদেশ যদি এর আগে ভারতকে আটকাতে পারতো তবে সিরিজ উঠতো মারুফাদের হাতে। কিন্তু না, দুদল ভাগাভাগি করে রেখেছে সিরিজটি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদা ও মারুফা। নাহিদা ৩টি এবং মারুফা ২টি উইকেট নিয়েছেন। আর সুলতানা, রাবেয়া ও ফাহিমা একটি করে উইকেট নেন। ১৯১ রানে ভারতের উইকেট ছিল ৪টি, সেখানে ৩৪ রানেই পড়েছে শেষ ৬টি উইকেট।

স্কোর সমান হওয়ায় সুপার ওভারের আশা করেছিলেন অনেকে। কিন্তু ম্যাচ অফিসিয়াল জানিয়ে দেয়, সুপার ওভারের নিয়ম রাখা হয়নি। তাই সিরিজ ভাগাভাগি করে দেওয়া হয়েছে দুই দলের মধ্যে।

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২২জুলাই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট