Connect with us
ফুটবল

কোপা আমেরিকার আগে মেসিকে নিয়ে দুঃসংবাদ

Crifo Messi Injury
মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোট পান লিওনেল মেসি

ক্রমেই এগিয়ে আসছে কোপা আমেরিকার বিশেষ আসর। কিন্তু এর আগেই হঠাৎ দুঃসংবাদ এসেছে আর্জেন্টিনার পোস্টার বয় লিওনেল মেসিকে ঘিরে। হঠাৎ করে আবারও ইনজুরিতে পড়েছেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার। হাঁটুর চোটে ভুগছেন এই আর্জেন্টাইন তারকা। গতকাল রাতে অরল্যান্ডোর ম্যাচে দলের সাথে থাকতে পারেননি তিনি।

এক ইনজুরি কাটাতে না কাটাতেই আরেক ইনজুরিতে পড়লেন মেসি। মাঝে ইনজুরিতে পড়ে কয়েক ম্যাচ মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি। এবার আবার হাঁটুতে আঘাত পেয়েছেন। মেজর লিগ সকারে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোট পান এই তারকা ফুটবলার। এরপরও খেলা চালিয়ে যান এলএমটেন। শুরুতে বুঝতে না পারলেও আঘাত যে একেবারে ছোট নয় জানিয়েছে ইন্টার মায়ামি।

এই লেগে দুর্দান্ত পারফরম্যান্স করছে ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচে আনবিটেন থেকে কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে মায়ামি। মেসি দলে না থাকলে ছন্দ হারায় এই ক্লাবটি। তাই টিম ম্যানেজমেন্ট খেলাতে চাচ্ছিল মেসিকে। কিন্তু শেষ পর্যন্ত দলের সাথে থাকতে পারবেন না এই ফুটবলের জাদুকর। নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।

ইন্টার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস মেসির সম্পর্কে জানান , “সে সবসময় জিততে চাই। যখন সে মাঠে থাকে তখন কিছু না কিছু করতে চাই। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। সেখানে এসে এই লিগটাকেই চেঞ্জ করে দিয়েছে। এখন সে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা তার এই চিন্তাকে সম্মান জানাতে চাই। মেসিকে পেয়ে সত্যিই উচ্ছ্বসিত ইন্টার মায়ামি।”

কোপা আমেরিকার অন্য দলগুলোর সব ধরনের প্রস্তুতি শুরু করলেও পিছিয়ে আর্জেন্টিনা। ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল এবং মেক্সিকো। বিবেচিত অনেক ফুটবলার ইনজুরিতে থাকায় এখনও সেরা ২৩ বেছে নেননি স্ক্যালোনি। স্কোয়াড ঘোষণার শেষ সময় ১২ জুন।

আরও পড়ুন: ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এইচএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল