Connect with us
ক্রিকেট

ফর্মে ফিরলো বাবর-রিজওয়ান, সিরিজ জিতলো পাকিস্তান

Crifo Babar Rizwan
জ্বলে উঠলো বাবর-রিজওয়ান, সিরিজ জিতলো পাকিস্তান

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে হঠাৎ বড় ধাক্কা খায় পাকিস্তান। নিজেদের প্রস্তুত করতে আয়াররল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে যায় বাবর আজমের দল। চারিদিকে ওঠে সমালোচনার ঝড়। কিন্তু ৩ ম্যাচ সিরিজের পরের দুটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয়ে সিরিজ জিতেছে বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাকিস্তান।

গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ দখল করে নেয় বাবর-রিজওয়ানরা। ডাবলিনের মাঠে প্রথমে ব্যাট করে লরকান টাকারের ৭৩ রানের সুবাদে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে সাইম আইয়ুবকে হারালেও দারুণ বোঝাপড়া তৈরি করেন বাবর-রিজওয়ান। এই জুটির ৭৮ বলে ১৩৯ রানের ইনিংসে ৩ ওভার বাকি থাকতে ৬ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে রিজওয়ান ও ফখর জামান ঝড়ে ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। এই সিরিজের তিন ম্যাচেই ১৮০ ছাড়ানো ইনিংস খেলেছে পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচের মতো মঙ্গলবার (১৪ মে) রাতেও ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন রিজওয়ান। ৪.৪ ওভারেই দলীয় ৫০ পূরণ করে পাকিস্তান। দ্রুত গতিতে রান তুলতে থাকেন বাবরও। ১০ ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়াই ৯২।

প্রথম ম্যাচে ব্যর্থ রিজওয়ান দ্বিতীয় ম্যাচে খেলেন ৭৮ রানের ইনিংস। আর কাল ৩০ বলে ফিফটি করে ৩৮ বলে ৫৬ রানে থামেন এই ওপেনার। অন্যদিকে ব্যাট হাতে আক্রমণাত্মকভাবে খেলা শুরু করেন বাবর।

বেন হোয়াইটের করা ইনিংসের চতুর্দশ ওভারে ২৫ রান একাই তুলেন পাকিস্তানের অধিনায়ক। সেই ওভারে নিজের ফিফটি পূরণ করেন অন্যতম সেরা এই ব্যাটার। তবে বাবার-রিজওয়ান ও ইফতেখারকে দ্রুত হারালেও শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পায় পাকিস্তান।

এই ম্যাচে বল হাতে চমক দেখান শাহীন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচা করে তুলে নেন ৩টি উইকেট। এতে করে ম্যাচসেরা হন তিনি। প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করা শাহিন পরপর দুটি ম্যাচে ৩টি করে ৬টি উইকেট নেন। বিশ্বকাপের আগে তার এই পারফরম্যান্সে পাকিস্তানের আশা আরও বাড়লো।

আরও পড়ুন: জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি

ক্রিফোস্পোর্টস/১৫মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট