Connect with us
ক্রিকেট

অবশেষে নিজ রূপে ফিরলো অস্ট্রেলিয়া, ব্যর্থতার বৃত্তে শ্রীলঙ্কা

লঙ্কান ব্যাটারকে আউটের পর অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস। ছবি- ক্রিকইনফো

হারের বৃত্তে ঘুরতে থাকা অস্ট্রেলিয়া অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেল। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার জয়ের দিনে আবারো ব্যর্থ শ্রীলংকা। এ নিয়ে টানা তিন ম্যাচে তিনটিতেই হেরেছে শ্রীলংকা। এবারের বিশ্বকাপে এটাই প্রথম জয় অস্ট্রেলিয়ার।

বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে চাপে ছিল অজিরা। তবে কাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল।

লখনৌ স্টেডিয়ামে টসে জিতে কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটংয়ে দুর্দান্ত শুরু করে লঙ্কানরা। বিনা উইকেটে ১২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ২২তম ওভারে কামিন্সের বলে ৬১ রানে নিশাঙ্কা আউট হলে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং অর্ডার। ৭৮ রানে কামিন্সের দ্বিতীয় শিকার হন পেরেরা।

এরপর স্কোর বোর্ডে আর ৯ রান যোগ করার পথে কুশল মেন্ডিস ও সামারাবিক্রিমা আউট হন। ৩৩তম ওভারে বৃষ্টি আঘাত হানলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। বৃষ্টির পর আর প্রতিরোধ গড়তে পারেনি লঙ্কান কোনো ব্যাটার, আশালঙ্কার ২৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা ৪৭ রানে নেন ৪ উইকেট।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। দিলশান মাদুশঙ্কার এক ওভারেই আউট হন ডেভিড ওয়ার্নার (১১) এবং স্টিভ স্মিথ (০)। তৃতীয় উইকেটে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। দলীয় ৮১ রানে মার্শ (৫২) রান আউট হলে ভাঙে এই জুটি।

চতুর্থ উইকেটে ফের লাবুশেন ৭৭ রানের পার্টনারশিপ করেন জশ ইংলিশকে নিয়ে। ৫৯ বলে ৫৮ রান করে আউট হন জশ। শেষের দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় অজিদের। ২১ বলে ৩১ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

৩ ম্যাচে ১ জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা ৩টি ম্যাচই হেরে আছে নয় নম্বরে।

আরও পড়ুন: ভারতের মাঠে নামাজ পড়ায় বিপাকে রিজওয়ান

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমকে/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট