Connect with us
ক্রিকেট

তরুণ ভারতে উড়ে গেল অস্ট্রেলিয়া, রেকর্ডময় ম্যাচেও হার

৮৭ রানের জুটি গড়েন ইশান কিষান ও ঋতুরাজ গায়কাওড়। ছবি- ক্রিকইনফো

বিশ্বকাপ ডামাডোলের রেশ মাখিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে তারুণ্যে ভরা দল ভারত। অন্যদিকে ভাতের সাথে টেক্কা দিতে পারছে না অজিরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে ৪৪ রানে।

রবিবার (২৬ নভেম্বর) রাতে তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে প্রথম তিন ব্যাটারের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে ভারত। জবাবে পুরো ২০ ওভার খেলে অস্ট্রেলিয়া ৯ উইকেটে তুলতে পারে ১৯১ রান। ৪৪ রানে জিতে২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।

এই রাতে ব্যাট হাতে বড় স্কোর ও বড় জুটি গড়ে ভারতীয় ব্যাটাররা। ওপেনিং জুটিতে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন জয়সওয়াল ও ঋতুরাজ। জয়সওয়াল ২৫ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন। দ্বিতীয় উইকেটে ইশান কিষানকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন ঋতুরাজ।

৩২ বলে ৪টি ছয় ও ৩টি চারের সাহায্যে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিষান। এরপর ১০ বলে ১৯ রানের ইনিংস খেলে দ্রুতই ফেরেন অধিনায়ক সূর্যকুমরা। সূর্যকুমার ফেরার পর অল্প সময়ের জন্য ক্রিজে এসে টর্নেডো ইনিংস খেলেন রিঙ্কু সিং। মাত্র ৯টি বল মোকাবেল করে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে তোলেন অপরাজিত ৩১ রান। এর আগে ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হন ঋতুরাজ।

এদিন শেষ ৭ ওভারে ১১১ রান তুলেছে ভারত। তাছাড়া এই ম্যাচেই প্রথমবার আন্তর্জাতিক টি–টোয়েন্টি একই সাথে প্রথম তিনজন ব্যাটার ফিফটির বেশি রান পেয়েছেন। অস্ট্রেলিয়া আার ভারতের মিলিয়ে সর্বোচ্চ রানের ম্যাচও এটি। দুদলের রান মিলিয়ে মোট ৪২৬ রান এসেছে এদিন। তাছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড হয়েছে কাল। ওয়েড ও সাঙঘা মিলে অপরাজিত ৩৬ রানের জুটি গড়েন। এদিন ভেঙেছে জাম্পা ও রিচার্ডসনের ২৩ রানের রেকর্ড।

২৪২ রানের জবাবে খেলতে নেমে স্টিভ স্মিথকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৭ বলে ৩৫ রান তোলেন ম্যাথু শর্ট। রবি বিষ্ণুর গুগলিতে বোল্ড হওয়ার আগে ১০ বলে ১৯ রান করেন শর্ট। আর এরপরই পথ হারায় সফরকারী অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ৩৫ রানের স্কোর মুহূর্তেই হয়ে যায় ৫৮/৪। শর্টের পর ফিরে যান ইংলিশ (২), ম্যাক্সওয়েল (১২) ও স্মিথ (১৯)।

তবে পঞ্চম উিইকেটে ৮১ রানের জুটি গড়ে কিছুটা আশা তৈরি করেন মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড। কিন্তু ১৪তম ওভারে আবারও আক্রমণে আসেন লেগস্পিনার রবি বিষ্ণু। এই তরুণের ঘূর্ণিতে ২২ বলে ৩৭ রান করে ফেরেন ডেভিড। ২৫ বলে ৪৫ রান করে স্টোইনিস আউট হওয়ার পর আর কেউই তেমন ক্রিজে থিতু হতে পারেননি।

২৫ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিল্ডিংয়ে দুটি ক্যাচ নেয়া জয়সওয়াল ম্যাচসেরা হন। গুয়াহাটিতে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: আইপিএল-২০২৪ : সাকিব-লিটনকে ছেড়ে দিল কলকাতা

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এজে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট