Connect with us
ক্রিকেট

ক্রিকেটে এসেছে যত নতুন নিয়ম

Cricket New Rules
চলতি বছর আইসিসি চালু করতে যাচ্ছে কয়েকটি নতুন নিয়ম। ছবি- সংগৃহীত

সময়ের সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে ক্রিকেট৷ বছরে বছরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পরিচয় করিয়ে দিচ্ছে নতুন নিয়মের সাথে৷ পুরোনো নিয়মকে খানিকটা ঘষামাজা করে নতুনত্বও আনা হচ্ছে৷ চলতি বছরও বাদ যায়নি নতুন নিয়ম থেকে৷ এ বছর স্টপ ক্লক, স্টাম্পিং ও ক্যাচ আউটের ক্ষেত্রে আলাদা আলাদা রিভিউ’র নতুন পদ্ধতি গৃহীত হয়েছে৷

নতুন যেসব নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি

স্টপ ক্লক:

ম্যাচ চলাকালীন কোনে ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ড তথা এক মিনিটের মধ্যে নতুন ওভারের বোলিং শুরু করতে হবে। যদি এক্ষেত্রে ফিল্ডিং দল নিয়ম না মানে হয় এবং একই কাজ তিনবার করে তাহলে ফিল্ডিং দলকে এর খেসারত দিতে হবে৷ ম্যাচে বোলিং শুরু করতে গড়িমসি করার কারণে ব্যাটিং দলের স্কোর কার্ডে পুরষ্কারস্বরূপ যুক্ত হবে ৫ রান। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করতে যাচ্ছে আইসিসি।

স্টাম্পিং ও ক্যাচ আউটের ক্ষেত্রে আলাদা আলাদা রিভিউ:

একই সাথে স্টাম্পিং, ক্যাচ আউটের আবেদন করে উইকেটরক্ষকরা এতোদিন এক ঢিলে দুই পাখি মারার সুবিধা ভোগ করতো। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এ সুবিধা ভোগ করার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যেত। তবে এবার নড়েচড়ে বসেছে আইসিসি৷ নতুন নিয়ম অনুযায়ী, একসাথে স্টাম্পিং ও ক্যাচ আউটের আবেদন করার সুযোগ এবার থাকছে না। আবেদন করতে হলে যেকোনো একটির জন্য আবেদন করা যাবে। অর্থ্যাৎ স্ট্যাম্পিংয়ের জন্য আবেদন করলে আম্পায়ার শুধু স্ট্যাম্পিং দেখবেন, বল ব্যাটে এজড হয়ে উইকেট কিপারের গ্লাভসে গেল কিনা–তা আর দেখার সুযোগ থাকছে না৷

ফ্রি হিটে নেওয়া যাবে রান:

বোলারের ফ্রি হিট বল স্টাম্পে আঘাত করলেও কিংবা ক্যাচ হলেও ব্যাটাররা রান নিলে সেটি বৈধতা দেওয়া হয়েছে৷ অর্থাৎ, ফ্রি হিট বলে ব্যাটার বোল্ড কিংবা ক্যাচ আউট হলেও দৌড়ে রান নিতে পারবেন।

কনকাশন বদলির নিয়ম স্বচ্ছ করা হয়েছে:

কনকাশন বদলির নিয়মকে আরো স্বচ্ছ করে তুলেছে আইসিসি। কোনো ক্রিকেটারকে যদি কনকাশন বদলি হিসেবে খেলাতে হয়, তাহলে মাঠ ত্যাগ করা ক্রিকেটারের বোলিং নিয়ে কোনো নিষেধাজ্ঞা থাকলে কনকাশন বলদি হওয়া খেলোয়াড়ও বল করতে পারবেন না।

মাঠে কোনো ক্রিকেটার অসুস্থ হলে বেঁধে দেওয়া হয়েছে সময়:

খেলা চলাকালীন কোনো ক্রিকেটার অসুস্থ হলে তার চিকিৎসার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আইসিসি। সর্বোচ্চ ৪ মিনিটের মধ্যে চোট পাওয়া খেলোয়াড়ের চিকিৎসা সম্পন্ন করতে হবে৷

আরও পড়ুন: ক্রিকেটে রিটায়ার্ড হার্ট এবং রিটায়ার্ড আউট কখন হয়? 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট